কোতুলপুর (বাঁকুড়া), 9 জুন: মনোনয়নপত্র তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ককে ৷ তাঁকে ঘিরে উঠল চোর চোর স্লোগান ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে ৷ বিজেপির হরকালী প্রতিহার ওই কেন্দ্রেরই বিধায়ক ৷ তাঁর দাবি, এই ঘটনার নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তবে শাসক দলের পক্ষ থেকে বিজেপি বিধায়কের অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ তাদের দাবি, সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে ৷
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ৷ শুক্রবার সকালে ভোটের বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তার পর শুরু হয় মনোনয়ন প্রক্রিয়া ৷ সেই কারণে কোতুলপুর বিডিও-তে অনুগামীদের নিয়ে হাজির হয়েছিলেন বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার ৷ তিনি জানিয়েছেন, মনোনয়নের ফর্ম নেওয়ার জন্য তিনি অনুগামীদের নিয়ে বিডিও অফিসে যান ৷ কিন্তু সেখানে জানানো হয় যে ফর্ম এখনও আসেনি ৷ ব্লকস্তরে ডাকা সর্বদলীয় বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷
সেখান থেকে বেরিয়ে আসার সময় তিনি বিক্ষোভের মুখে পড়েন ৷ তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ হয় ৷ তাঁর গাড়ির পিছনে অনেককে ছুটতে দেখা যায় ৷ চোর চোর স্লোগান দিতে দেখা যায় অনেককে ৷ এই নিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য, ‘‘যখন আমরা বিডিও অফিস থেকে বের হচ্ছি, দেখলাম তৃণমূলের সমস্ত লোকজন জড়ো হয়েছে ৷ অকথ্য ভাষায় বলছে যে মনোনয়ন করতে দেওয়া হবে না ৷’’