কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাঁকুড়া, 5 জুলাই:"বিজেপির এরাজ্যে সবচেয়ে বড় প্রচারক, স্টার ক্যাম্পেনার হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষের বাজার চলছে না ৷ তাই এখন সিভি আনন্দ বোসকে ওরা নামিয়েছে, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ৷" বুধবার বাঁকুড়া শহর সন্নিহিত ধলডাঙ্গা মোড়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি নির্বাচনী জনসভার প্রচারে এসে এমনই মন্তব্য করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷
এদিন সরাসরি রাজ্যপালকে আক্রমণ করে কল্যাণ জানান, সংবিধানের সবচেয়ে বড় ঘাতক হলেন রাজ্যের বর্তমান রাজ্যপাল ৷ সিভি আনন্দ বোস রাজভবনে 'পিস হোমের' নাম করে ক্রিমিনালদের নিয়ে বৈঠক করছেন বলেও অভিযোগ করেছেন কল্যাণ ৷ নির্বাচন বিধি লঙ্ঘন করার জন্য রাজ্য নির্বাচন কমিশনারের উচিত রাজ্যপালকে শো-কজ নোটিশ ধরানো, এই মন্তব্যও করেন তিনি ৷
রাজ্যপালকে আক্রমণের পাশাপাশি এদিন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকেও একহাত নেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "ডাঃ অনাথ বন্ধু রায় যখন বাঁকুড়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি প্রথম করেছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, আর সুভাষ সরকার কেন্দ্রের মন্ত্রী হয়ে কিছু করতে পারেননি । তাঁর একমাত্র অবদান শুধু 'জয় শ্রীরাম' বলা, যেমন শ্রীরামের ভক্ত ছিল হনুমান তেমন 'আমি মোদি ভক্ত বাঁদর', শুধু এই বলে গিয়েছেন সুভাষ সরকার ৷"
আরও পড়ুন: প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে শান্তি কমিটি গঠন রাজ্যপালের
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পালটা প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ সুভাষ সরকার বলেন, "জয় শ্রীরাম ধ্বনিতে কল্যাণবাবুর নেত্রীরও যেমন বিতৃষ্ণা আছে, তাঁরও আছে । আমাকে হনুমান বলায় আমি নিজেকে নিয়ে গর্বিত, কারণ হনুমানের অসীম শক্তি ।" উল্লেখ্য, 8 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৷ বৃহস্পতিবারই শেষ হচ্ছে ভোট প্রচার ৷ তাই শেষ লগ্নে প্রচারে ঝড় তুলেছে শাসক-বিরোধী দুই পক্ষই ৷ বুধবারও জেলা জুড়ে প্রচার করেছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা ৷