বাঁকুড়া, 24 ডিসেম্বর : দিলীপ ঘোষের জায়গা "রাঁচির পাগলা গারদ", কটাক্ষ করলেন তৃণমূল নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সঙ্গে বলেন দিলীপের ট্রিটমেন্টের প্রয়োজন রাঁচিতে । মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় CAA এবং নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মিছিলের আয়োজন করেছিল খাতড়ার তৃণমূল কংগ্রেস ।
গত শনিবার রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ বাঁকুড়াতে জনসভা করেছিলেন । মূল উদ্দেশ্য ছিল, নাগরিকত্ব সংশোধনী আইনের(CAA)র সমর্থনে জনসভা করা । সেখানে রাজ্যের শাসক দলের দফায় দফায় বিক্ষোভকে সতর্ক করে বলেছিলেন, "দেশের সম্পত্তি নষ্ট করলে কাউকে ছাড়া হবে না । লাঠি বা গুলি খেতেই হবে তাদের । " সেই কথার পরিপ্রেক্ষিতে আজ জনসভায় দিলীপবাবুকে পাগল বললেন কল্যাণবাবু ।