পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NDRF Mock Drill in Bankura: এনডিআরএফ ও রাজ্য সিভিল ডিফেন্সের যৌথ মহড়া মুকুটমণিপুর জলাধারে - মুকুটমণিপুর

দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ ও রাজ্য সিভিল ডিফেন্সের যৌথ মহড়া হল মুকুটমণিপুর জলাধারে (NDRF Mock Drill in Bankura) ৷ এই মহড়ায় অংশ নিয়েছিলেন বিভিন্ন ব্লকের 45 জন আপদ মিত্র কর্মী ৷ এছাড়াও এনডিআরএফের 33 জন আধিকারিক ও কর্মীরা ৷

NDRF Mock Drill
মুকুটমণিপুর

By

Published : Feb 8, 2023, 10:06 PM IST

এনডিআরএফ ও রাজ্য সিভিল ডিফেন্সের যৌথ মহড়া মুকুটমণিপুরে

বাঁকুড়া, 8 ফেব্রুয়ারি:জল জঙ্গল আর পাহাড়ের অপরূপ মেল বন্ধন হল বাঁকুড়ার রানি মুকুটমণিপুর জলাধার । আর এর টানেই ফি বছর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন এখানে । তবে এবারে কোনও পর্যটন নয়, রাজ্যের বির্পযয় পরিস্থিতি মোকাবিলার অনুশীলনের জন্য বেছে নেওয়া হল মুকুটমণিপুর জলাধারকে । খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজের যৌথ অনুশীলন চলল মঙ্গলবার । এনডিআরএফ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুশীলন হয় মুকুটমণিপুরে জলাধারে (Joint exercise of NDRF and State Civil Defense) ।

মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিক প্রসেনজিৎ সেনগুপ্ত, খাতড়া মহকুমা বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিক তাপস রায়, এনডিআরএফের সেকেন্ড বেটেলিয়ান কলকাতার অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অভিষেককুমার গৌরব, সেচ দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়র, পুলিশ ও মেডিক্যাল দফতরের প্রতিনিধি থেকে বিদ্যুৎ দফতরের কর্মীরা-সহ খাতড়া মহকুমার বিভিন্ন ব্লকের বিপর্যয় ব্যবস্থাপন আধিকারিকগণ ।

বিপর্যয় ব্যবস্থাপন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা কবলিত মানুষদের কীভাবে উদ্ধার করা হবে ও মোকাবিলায় নিরন্তর প্রয়াস চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক তুলে ধরা হয় । পাশাপাশি বন্যায় কীভাবে দুর্গত মানুষদের উদ্ধার কাজ চালানো হয়, সেই বিষয়ে একটি মহড়া অনুশীলন কর্মসূচি আয়োজন করা হয় । একাধিক দুর্যোগ মোকাবিলা, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনাকে শক্তিশালী করার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা ও আগাম প্রস্তুতি গড়ে তুলে অন্যান্য দুর্যোগ কীভাবে মোকাবিলা করা যায়, সে সম্পর্কেও আলোচনা হয়েছে মঙ্গলবার ।

এ দিন মহড়া অনুশীলনে অংশগ্রহণ করেন খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের 35 জন কর্মী । মহকুমার বিভিন্ন ব্লকের 45 জন আপদ মিত্র কর্মী, পাশাপাশি মহড়া দেখাতে এনডিআরএফের 33 জন আধিকারিক ও কর্মীরা এসেছিলেন । মুকুটমণিপুর জলাধারে মহড়ায় দেখানো হয়, এনডিআরএফ কর্মীরা কীভাবে বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদে আনছে । এ দিনের এই যৌথ মহড়া দেখতে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিল বাঁকুড়ার রানি মুকুটমণিপুরে । এই ধরনের যৌথ মহড়া কর্মসূচির সাক্ষী থাকল প্রকৃতির এই নির্মল কোলও ।

আরও পড়ুন:আসছে অশনি ! বিপর্যয় মোকাবিলায় মকড্রিল দিঘায়

ABOUT THE AUTHOR

...view details