পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Purulia Businessman Arrested: কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে পুরুলিয়ার শিল্পপতি ঝাড়খণ্ড পুলিশের জালে - রাজ্যের শিল্পপতিকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ

ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার হলেন পুরুলিয়ার শিল্পপতি ভবানীপ্রসাদ মুখোপাধ্যায় (jharkhand police arrests purulia businessman) ৷ রবিবার তাঁকে গ্রেফতার করা হয় ৷

ETV Bharat
Purulia Businessman Arrested

By

Published : Dec 4, 2022, 10:36 PM IST

পুরুলিয়া, 4 ডিসেম্বর: কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে পুরুলিয়ার শিল্পপতি ঝাড়খণ্ড পুলিশের জালে । বাঁকুড়া থেকে পুরুলিয়ার ওই শিল্পপতিকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড পুলিশ । ধৃত শিল্পপতির নাম ভবানীপ্রসাদ মুখোপাধ্যায় । রবিবার তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় ঝাড়খণ্ড পুলিশ । আদালত একদিনের ট্রানজিট রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে (jharkhand police arrests purulia businessman)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া মেটাল কাস্টিং প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর ভবানীপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে 14 কোটি 63 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেন ঝাড়খণ্ডের বোকারো জেলার প্রভাত কলোনির বাসিন্দা ধ্রুব নারায়ণ । শুধু পুরুলিয়া মেটাল কাস্টিং প্রাইভেট লিমিটেডের অন্যতম ডিরেক্টর ভবনীপ্রসাদ মুখোপাধ্যায় নন, তাঁর ছেলে অনির্বাণ মুখোপাধ্যায় ছাড়াও সুশীল কুমার, রাম কৈলাস যাদব, রবিন দাস ও গৌতমকুমার সেন নামে 4 ব্যক্তির নামে প্রতারণার অভিযোগ দায়ের হয় (allegation of fraud against purulia businessman) ।

আরও পড়ুন: হত্যার পর চিতাবাঘের থাবা-হাড় বিক্রির চেষ্টা, কর্ণাটকে পুলিশের জালে 8

প্রতারণার অভিযোগে পুরুলিয়ার শিল্পপতি ঝাড়খণ্ড পুলিশের জালে

ধ্রুব নারায়ণের অভিযোগ, 2016 সাল নাগাদ ভবানীপ্রসাদ মুখোপাধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগ করেন । তারপর যৌথ ব্যবসা চালানোর জন্য একটি আলোচনা হয় । 2018 সালের 6 ও 7 ডিসেম্বর 50 লাখ করে তিনি এক কোটি টাকা ঋণ নেন, যা তাঁর সেভিংস অ্যাকাউন্টে জমা হয় । এরপর 2020 সালের অক্টোবর মাসে ফের 1 কোটি 27 লক্ষ টাকা নেন ওই অভিযুক্ত । আরও অভিযোগ, কারখানার কাজের জন্য ঝাড়খণ্ডের এই শিল্পপতির কাছ থেকে 14 কোটি 63 লক্ষ টাকার কাঁচামাল নেন ভবানীপ্রসাদ মুখোপাধ্যায় । তার ভিত্তিতে পুরুলিয়া মেটাল কাস্টিং প্রাইভেট লিমিটেডের 2.80 শতাংশ শেয়ার তিনি দেন ঝাড়খণ্ডের শিল্পপতিকে । কিন্তু বেশ কিছুদিন ধরে তাঁকে ওই কারখানায় ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ধ্রুব নারায়ণের ৷ এরপরেই তিনি প্রতারণার অভিযোগ দায়ের করেন (Purulia Businessman Arrested) ৷ ধৃত ব্যক্তি জানিয়েছেন, কলকাতা যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করা হয় ৷ ঠিক কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা তার জানা নেই ৷

ABOUT THE AUTHOR

...view details