পানাগড় ও বাঁকুড়া, 24 ডিসেম্বর: গোপীনাথ মাকুড়ের কফিনবন্দি দেহ শনিবার পানাগড় সেনা ছাউনি (Panagarh Army Camp)-র হাসপাতালে রাখা হবে ৷ সেখান থেকে রবিবার সকালে নিয়ে যাওয়া হবে বাঁকুড়ার বিষ্ণুপুরে তাঁর বসত বাড়ি ভালুকা গ্রামে ৷ শুক্রবার উত্তর সিকিমের লাচেনের জেমাতে সেনার গাড়ি দুর্ঘটনায় 16 জন জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয় ৷ নিহত জওয়ানদের মধ্যে একজন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা গোপীনাথ মাকুড় ৷
এদিন বাগডোগরা থেকে সেনাবাহিনীর চপারে পানাগড় বায়ুসেনাঘাঁটিতে বিকেল 4টে 30 মিনিটে এসে পৌঁছয় সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ (Jawan Gopinath Makur Body Reached in Panagarh) ৷ 5 টার সময় দুর্ঘটনায় নিহত জওয়ানের দেহ বার করে নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা ছাউনিতে ৷ জানা গিয়েছে, আজ রাতে পানাগড় সেনা হাসপাতালে রাখা হবে দেহ বলে । বায়ু সেনাছাউনির বাইরে বিজেপি কর্মীরা তেরঙা ফুল দিয়ে তাঁকে সম্মান জানায় ৷
শুক্রবার উত্তর সিকিমের লাচেনের জেমাতে খাদে পড়ে যায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৷ সেই পথ দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় সেনার গাড়ি ৷ ঘটনায় 16 জন জওয়ানেরই মৃত্যু হয় ৷ এমনকি গাড়ির ধ্বংসাবশেষ খুঁজে পেতেও যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে ৷ নিহত ওই 16 জন জওয়ানের মধ্যে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা সেনা জওয়ান গোপীনাথ মাকুড় ৷ তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকোস্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম ৷