পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jawans Body in Panagarh: পানাগড়ে পৌঁছল বাঁকুড়ার জওয়ানের দেহ, রবিবার নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে

পানাগড়ে এসে পৌঁছাল সিকিমে গাড়ি দুর্ঘটনায় মৃত বাঁকুড়ার সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ (Jawan Gopinath Makur Body Reached in Panagarh) ৷ আজ রাতে পানাগড় সেনা ছাউনিতে রাখা হবে নিহত জওয়ানের দেহ ৷ রবিবার তাঁর গ্রামের বাড়িতে দেহ নিয়ে যাওয়া হবে ৷

Jawan Gopinath Makur Body Reached in Panagarh ETV BHARAT
পানাগড়ে পৌঁছাল বাঁকুড়ার জওয়ানের দেহ

By

Published : Dec 24, 2022, 8:25 PM IST

পানাগড়ে পৌঁছাল সিকিমে নিহত জওয়ানের দেহ

পানাগড় ও বাঁকুড়া, 24 ডিসেম্বর: গোপীনাথ মাকুড়ের কফিনবন্দি দেহ শনিবার পানাগড় সেনা ছাউনি (Panagarh Army Camp)-র হাসপাতালে রাখা হবে ৷ সেখান থেকে রবিবার সকালে নিয়ে যাওয়া হবে বাঁকুড়ার বিষ্ণুপুরে তাঁর বসত বাড়ি ভালুকা গ্রামে ৷ শুক্রবার উত্তর সিকিমের লাচেনের জেমাতে সেনার গাড়ি দুর্ঘটনায় 16 জন জওয়ানের মর্মান্তিক মৃত্যু হয় ৷ নিহত জওয়ানদের মধ্যে একজন বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা গোপীনাথ মাকুড় ৷

এদিন বাগডোগরা থেকে সেনাবাহিনীর চপারে পানাগড় বায়ুসেনাঘাঁটিতে বিকেল 4টে 30 মিনিটে এসে পৌঁছয় সেনা জওয়ান গোপীনাথ মাকুড়ের দেহ (Jawan Gopinath Makur Body Reached in Panagarh) ৷ 5 টার সময় দুর্ঘটনায় নিহত জওয়ানের দেহ বার করে নিয়ে যাওয়া হয় পানাগড় সেনা ছাউনিতে ৷ জানা গিয়েছে, আজ রাতে পানাগড় সেনা হাসপাতালে রাখা হবে দেহ বলে । বায়ু সেনাছাউনির বাইরে বিজেপি কর্মীরা তেরঙা ফুল দিয়ে তাঁকে সম্মান জানায় ৷

শুক্রবার উত্তর সিকিমের লাচেনের জেমাতে খাদে পড়ে যায় ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৷ সেই পথ দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় সেনার গাড়ি ৷ ঘটনায় 16 জন জওয়ানেরই মৃত্যু হয় ৷ এমনকি গাড়ির ধ্বংসাবশেষ খুঁজে পেতেও যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে ৷ নিহত ওই 16 জন জওয়ানের মধ্যে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা সেনা জওয়ান গোপীনাথ মাকুড় ৷ তাঁর মৃত্যুর খবর জানাজানি হতেই শোকোস্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম ৷

পরিবার সূত্রে খবর, 2001 সালে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন গোপীনাথ মাকুড় ৷ 21 বছর ধরে সেনাবাহিনীর কাজে নিজেকে নিয়োজিত করে ছিলেন ৷ আর মাত্র 1 বছর তাঁর সেনায় কাজ ছিল ৷ কিন্তু, শুক্রবার বিকেলেই গোপীনাথের মৃত্যুর খবর পৌঁছয় তাঁর ভালুকা গ্রামের বাড়িতে ৷ তারপর থেকেই শোকোস্তব্ধ পুরো পরিবার এবং গ্রামবাসীরা ৷ তাঁর পরিবারে রয়েছেন মা, বাবা, স্ত্রী এবং 11 বছরের ছেলে ৷ চলতি বছরের অগস্ট মাসে দু’দিনের ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন গোপীনাথ ৷ বেশ কয়েকবছর আগে পরিবারের সদস্যদের জানিয়ে ছিলেন, স্বেচ্ছা অবসর নিয়ে বাঁকুড়া শহরে বাড়ি বানাবেন ৷ সেখানে পরিবার নিয়ে থাকবেন ৷

আরও পড়ুন:ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল 16 আর্মি জওয়ানের, শোকপ্রকাশ প্রতিরক্ষা মন্ত্রী'র

সেই মতো বাঁকুড়া শহরে সেই বাড়ি তৈরির কাজ শেষ পর্যায়েও চলে এসছিল ৷ গোপীনাথ মাকুড় ছুটিতে এসে পরিবারকে জানিয়ে ছিলেন, পরেরবার এসে গৃহ প্রবেশের পুজো দেবে সকলকে নিয়ে ৷ কিন্তু, তাঁর আগেই সবকিছু শেষ ৷ রবিবার সকালে গোপীনাথ মাকুড়ের কফিনবন্দি দেহ ভালুকা গ্রামে পৌঁছবে ৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে ৷ সেই সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে নিহত জওয়ানের ৷

ABOUT THE AUTHOR

...view details