বড়জোড়া, 2 জানুয়ারি : কোথাও অপরাধ হলে পৌঁছে যাবে । পাকড়াও করবে অপরাধীদের । বিপদে পড়লে ছুটে আসবে তড়িঘড়ি । সোজা কথায়, অপরাধ দমন, দিনরাত অপরাধীদের পিছনে ছোটাই পুলিশের জীবন বলে মানুষের ধারণা । কিন্তু, এর বাইরেও যে তাঁদের অন্য সত্তা থাকতে পারে, তার উদাহরণ IPS অফিসার অংশুমান সাহা । তাঁর গান গাওয়ার শখ প্রমাণ করে দিয়েছে চোর-ডাকাতের বাইরে পুলিশের মধ্যে আরও কিছু সত্তা থাকতে পারে । পুলিশ ছাড়াও তাঁর আরও একটি পরিচয় রয়েছে । তিনি গায়ক ।
IPS অফিসার অংশুমান সাহা । মালদার বাসিন্দা । 2006 সালে পুলিশের চাকরিতে যোগ দেন । 2008 সালে রানাঘাটের SDPO হন । 2010-এ পুরুলিয়ার DSP হেডকোয়ার্টার হিসেবে যোগ দেন । 2012-14 পর্যন্ত CID-র DDO ছিলেন । 2015-16 পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার হিসেবে কাজ করেন । 2016-তে IB-র অতিরিক্ত পুলিশ সুপার এবং তারপর মুর্শিদাবাদ জেলার লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করেন । বর্তমানে তিনি বাঁকুড়ার বড়জোড়ায় রাজ্য পুলিশের 13 নম্বর ব্যাটেলিয়নের CEO হিসেবে কর্মরত রয়েছেন ।