বাঁকুড়া, 17 এপ্রিল: স্বনির্ভর গোষ্ঠীর প্রায় তিন কোটি টাকা দুর্নীতির ঘটনায় বিজেপি'কে পালটা আক্রমণের পথে হাঁটল তৃণমূল ৷ বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর দুর্নীতি নিয়ে প্রথমে মুখ খুলেছিল বিজেপি ৷ তড়িঘড়ি সেই ঘটনা থেকে নিজেদের আড়াল করতেই কি পালটা আঘাতের রাস্তায় হাঁটল তৃণমূল ? উঠছে প্রশ্ন ৷ পাশাপাশি বিজেপি সাংসদ সৌমিত্র খা'য়ের বিরুদ্ধে চাকরির নামে টাকা তোলার অভিযোগ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব ৷ যার জেরে নতুন করে জল্পনা শুরু হয়েছে জেলায় ৷
স্বনির্ভর গোষ্ঠীর প্রায় তিন কোটি টাকা দুর্নীতির ঘটনায় এবার সুর চড়াল তৃণমূল। ওই দুর্নীতির তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে আগেই সরব হয়েছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এবার বিজেপির সেই বক্তব্যের পালটা এলাকায় সভা করে অভিযুক্ত সাংসদকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে । ওই সভা থেকে সাংসদ সৌমিত্র খাঁ'র বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার একাধিক অভিযোগও সামনে আনে তৃণমূল নেতৃত্ব।
সম্প্রতি বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের প্রায় দু'শোটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের নামে লক্ষ লক্ষ টাকা ঋণ আত্মসাতের অভিযোগ ওঠে। স্বনির্ভর গোষ্ঠীর প্রতারিত সদস্যাদের সঙ্গে নিয়ে ঘটনার প্রকৃত তদন্তের দাবিতে সরব হতে দেখা যায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ'কে। এতে বেশ কিছুটা অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল। প্রাথমিক অস্বস্তি কাটিয়ে অবশ্য রবিবার বিকালে মানিকবাজারে সভা করে তৃণমূল । সেই সভা থেকে সাংসদকেই পালটা আক্রমণের পথে হাঁটতে দেখা যায় রাজ্যের শাসকদলের নেতৃত্বকে ।