পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রাতভর বোমাবাজি, ফের উত্তেজনা বাঁকুড়ায় - ফের রাজনৈতিক উত্তেজনা বাঁকুড়ায়

রাতভর বোমাবাজিতে উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রামে । জখম হয়েছেন সাতজন ৷ পুলিশ একাধিক বোমা উদ্ধার করেছে ৷ ঘটনায় এখনও পর্যন্ত মোট সাতজন গ্রেফতার হয়েছেন ৷

বাঁকুড়ায় বোমাবাজি
বাঁকুড়ায় বোমাবাজি

By

Published : May 30, 2021, 4:38 PM IST

বাঁকুড়া, 30 মে : রাতভর বোমাবাজি, বাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়াল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রামে । জখম হয়েছেন 7 জন । একাধিক বোমা উদ্ধার হয়েছে ৷ পুলিশ মোট সাতজনকে গ্রেফতার করেছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ।

গতকাল রাত থেকেই বোমাবাজি শুরু হয় বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রামে । গতকাল রাত থেকেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে উত্তপ্ত হয় এলাকা ৷ রাতভর বোমাবাজি চলে ৷ দু'পক্ষের একাধিক বাড়ি ভাঙচুর হয় ৷ আহত হয়েছে দু'পক্ষেরই একাধিক লোক । একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পালটা অভিযোগ এনেছে । খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

2020 সালের 1 আগস্ট রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বেলিয়াড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হন তৃণমূলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি । স্থানীয় উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ছিলেন তিনি । অভিযোগ ওঠে, উলিয়াড়া গ্রাম পঞ্চায়েত বর্তমান তৃণমূল প্রধান তসমিরা খাতুনের স্বামী রহিম মণ্ডল ও তাঁর গোষ্ঠীর বিরুদ্ধে । প্রায় এক বছর আগে ঘটে যাওয়া এই ঘটনায় জেরে ফের উত্তপ্ত হয়ে ওঠে বেলিয়াড়া গ্রাম ।

গতকাল রাতে থেকেই ফের মুড়ি মুড়কির মতো বোমাবাজি হয় গ্রামে । একাধিক বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ । একাধিক বাড়ি ভাঙচুর করা হয় । অভিযোগ, ওই খুনের ঘটনায় যাঁরা সাক্ষী রয়েছেন সেই সাক্ষীদের বাড়িতে এবং তাঁদের খুন করতে এই হামলা চালায় উলিয়াড়া গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধানের গোষ্ঠীর লোকজনেরা । এই গোষ্ঠীর রহিম মণ্ডল, সামসুর পাহলোয়ান ও সেলিম পাহলোয়ানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে তৃণমূল কর্মীদের বাড়িতে বাড়িতে ৷ অভিযুক্তরা গ্রামে এইভাবেই সন্ত্রাসের রাজনীতি করছে । অভিযুক্তরা একসসময় সিপিএম করত ৷ পরে তৃণমূলে যোগ দেয় ৷ তারা আবার বর্তমানে বিজেপি করছে বলেই দাবি আক্রান্ত তৃণমূল কর্মীদের ।

অবশ্য যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা অভিযোগ অস্বীকার করেছে । পাল্টা অভিযুক্তদের দাবি, তাদের একাধিক বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং মারধর করা হয়েছে তাদের 7 জনকে । অভিযুক্তদের দাবি, তারা বিজেপির সঙ্গে যুক্ত নয় ৷ তারা তৃণমূলের কর্মী । এলাকায় যাতে তারা ঢুকতে না পারে তাই গ্রামে অপর গোষ্ঠী এই হামলা চালাচ্ছে ৷

পুরো বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তৃণমূল জেলা সভাপতি । এদিকে এই ঘটনার জেরে পুলিশ সাতজনকে গ্রেফতার করেছে ৷ একাধিক বোমা উদ্ধার হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।

আরও পড়ুন : হাসপাতাল থেকে বেরিয়েই ফের অসুস্থ মদন, শুরু শ্বাসকষ্ট

ABOUT THE AUTHOR

...view details