বেসরকারি কারখানায় গলিত লোহা ছিটকে বিপত্তি দুর্গাপুর, 30 মে:বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্প তালুকে একটি বেসরকারী লৌহ ইস্পাত কারখানার বয়লার ফেটে ও গলিত উত্তপ্ত লোহা ছিটকে মঙ্গলবার গুরুতর আহত হয়েছেন 15 জন শ্রমিক । আহতদের মধ্যে আশঙ্কাজনক 8 জন । আহতদের প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে । পরে পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁদের মধ্যে 14 জনকে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
এদিন ঘটনার খবর পেয়ে বড়জোড়ার হাসপাতালে পৌঁছন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় । তিনি বলেন,"অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা । কারখানা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে । শ্রমিকদের অনেকের অবস্থা আশঙ্কাজনক । তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি । আমরা শ্রমিকদের পাশে আছি ।"
জানা গিয়েছে, বড়জোরার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানায় এদিন বেলা 11টা নাগাদ ব্লাস্ট ফার্নেস বিভাগে বিস্ফোরণের জেরে এই দুর্ঘটনাটি ঘটে ৷ ঝলসে যান 15 জন শ্রমিক। 14 জনকে দুপুর 1টা নাগাদ ভর্তি করা হয় দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে । আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে এদিন যান বড়জোড়ার বিডিও এবং এসডিও । বিস্ফোরণের জেরে ব্লাস্ট ফার্নেস বিভাগের ল্যাডেল ভর্তি গলিত লোহা পড়ে ঝলসে যান কর্মরত ওই 15 জন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁদেরকে বড়জোড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে 14 জনের অবস্থার অবনতি ঘটলে তাঁদেরকে স্থানান্তরিত করা হয় দুর্গাপুরের বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই তাঁদের এখন চিকিৎসা চলছে ৷
আরও পড়ুন:বাইককে 400 মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল গাড়ি ! মৃত 1
শ্রমিকরা জানিয়েছেন, গলিত উত্তপ্ত লোহা ক্রেনের যে লোহার শিকলে বাঁধা ল্যাডেলে ছিল এই শিকল ছিঁড়ে যায় হঠাৎ । আর সেই সময় সেখানে কর্মরত শ্রমিকদের সারা শরীরে গলিত তপ্ত তরল লোহা পড়ে । দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালের চিফ মেডিক্যাল সুপার দুর্গাদাস রায় জানান, যে 14 জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাঁদের মধ্যে আটজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক । এই আটজনের শরীরের প্রায় 80 শতাংশ পুড়ে গিয়েছে ৷