বাঁকুড়া, 10 নভেম্বর: আয়কর দফতর যেন কিছুতেই পিছু ছাড়ছে না বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের। গত বুধবার থেকে শুরু হওয়া তল্লাশি আজ শুক্রবার হয়ে গেলেও, এখনও পর্যন্ত জারি রয়েছে। প্রায় 48 ঘণ্টা পার এখনও বিধায়কের পারিবারিক রাইস মিলে লাগাতার তল্লাশি অভিযান জারি কেন্দ্রীয় আয়কর দফতরের।
গতকাল বিধায়ককে নিয়ে দুই দফায় জিজ্ঞাসাবাদ চালায় আয়কর দফতরের আধিকারিকরা। এদিন সকালে ফের বিধায়ককে ডেকে পাঠায় আয়কর দফতরের আধিকারিকরা। বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষের পাশাপাশি এদিন ডেকে পাঠানো হয় তাঁর হিসাব রক্ষক অরূপ সামন্তকেও। যদিও আয়কর দফতরের এই অভিযানে কী তথ্য উঠে এল, সেই বিষয়ে স্পষ্ট কোনও ধারণা এখনও মেলেনি । অন্যদিকে, এই বিষয়ে বিধায়কের তরফেও কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও, সূত্র মারফত খবর আয়ের নথি সংক্রান্ত বিভিন্ন তথ্যর প্রিন্ট আউট থেকে শুরু করে আরও একাধিক নথিপত্র কম্পিউটার থেকে বের করে বিশদে খতিয়ে দেখছেন আয়কর দফতরের আধিকারিকরা।
সূত্র মারফত আরও একটা তথ্য উঠে আসছে, বেশকিছু তথ্যে অসংগতি মেলায় এখনও লাগাতার চলছে তাদের অভিযান। প্রসঙ্গত, বিষ্ণুপুরের ব্যবসায়ী তন্ময় ঘোষ গত 2021-এর বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে ভোটে লড়ে বিধায়ক নির্বাচিত হয়। তারপর 2021 সালের অগস্ট মাসে ব্রাত্য বসুর হাত ধরে নাম লেখান তৃণমূল কংগ্রেস শিবিরে। তাঁর তৃণমূলে যাওয়াই কি কাল হল ? আয়কর হানার পর এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্য-রাজনীতির অন্দরে। যদিও এই বিষয়ে বিধায়ক তন্ময় ঘোষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এখন শুধু সময়ের অপেক্ষা কখন শেষ হয় এই অভিযান, বা কী তথ্য উঠে আসে দিনের শেষে।