পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গুলি চালানোর ঘটনায় জেলাজুড়ে BJP-র পথ অবরোধ, বিক্ষাভ

আজ বাঁকুড়ার মেজিয়া ব্লকের BJP কর্মী-সমর্থকরা মেজিয়া স্কুল মোড়ে বাঁকুড়া ও রানিগঞ্জের মধ্যে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । পাত্রসায়রের কাঁকরডাঙা মোড়েও পথ অবরোধ করে BJP ।

BJP-র পথ অবরোধ

By

Published : Jun 23, 2019, 10:06 PM IST

Updated : Jun 23, 2019, 10:57 PM IST


পাত্রসায়র, 23 জুন: এক কিশোর সহ তিন জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বাঁকুড়া জেলাজুড়ে এক ঘণ্টার পথ অবরোধ করল BJP-র । কোতুলপুর, তালডাংরা, মেজিয়া, বাঁকুড়া, সোনামুখী, পাত্রসায়রসহ জেলার বিভিন্ন এলাকায় পথ অবরোধ করেন BJP-র কর্মী-সমর্থকরা।

আজ বাঁকুড়ার মেজিয়া ব্লকের BJP কর্মী-সমর্থকরা মেজিয়া স্কুল মোড়ে বাঁকুড়া ও রানিগঞ্জের মধ্যে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । পাত্রসায়রে কাঁকরডাঙা মোড়ে পথ অবরোধ করে BJP । গতকাল 'জয় শ্রীরাম' ধ্বনিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় পাত্রসায়রে । BJP-র অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্যই পুলিশ গুলি চালায় । পুলিশের গুলিতে এক কিশোর সহ দুই ব্যক্তি জখম হন । এই ঘটনায় BJP-র স্থানীয় মণ্ডল সভাপতি তমালকান্তি গুঁইকে পুলিশ গ্রেপ্তার করে । আজ তাঁকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

দেখুন ভিডিয়ো

এরই প্রতিবাদে আজ জেলার বিভিন্ন জায়গায় অবরোধ করে BJP । দলীয় কর্মীদের দাবি, তমালকান্তি গুঁইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার পাশাপাশি গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত পুলিশকর্মী ও আধিকারিকদের শাস্তি দিতে হবে ।

আরও পড়ুন : বাঁকুড়ায় জয়শ্রীরাম ধ্বনি দেওয়ায় BJP-তৃণমূল সংঘর্ষ; পুলিশের গুলিতে জখম 3 ?

আরও পড়ুন : বাঁকুড়ায় "জনসংযোগ যাত্রা" তৃণমূলের

BJP-র পথ অবরোধ ও বিক্ষোভের জেরে যানজট হয় । পরে অবরোধ তুলে নেন BJP- কর্মী-সমর্থকরা । অন্যদিকে, গতকালের ঘটনার পর পাত্রসায়রের কাঁকরডাঙায় উত্তেজনা ছড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে RAF ও পুলিশ বাহিনী ।

Last Updated : Jun 23, 2019, 10:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details