পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

House Wife Murder : গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

গৃহবধূকে খুনের অভিযোগ ৷ অভিযোগ শ্বশুর, শাশুড়ি ও ননদ-নন্দাইয়ের ওপর ৷ বাঁকুড়ার ওন্দা থানার রতনপুর এলাকার ঘটনা (house wife murder allegation in laws family) ৷

Bankura Crime News
গৃহবধূকে খুনের অভিযোগ

By

Published : May 10, 2022, 6:44 PM IST

বাঁকুড়া, 10 মে : বধূকে শ্বাস রোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে ৷ মৃতার পরিবারের সদস্যদের দাবি, তাঁদের মেয়েকে খুন করে করে ঝুলিয়ে দেওয়া হয়েছে (house wife murder allegation in laws family) ৷ মৃত গৃহবধূর নাম সোনালি পরামানিক ৷ বয়স 25 বছর ৷

বাঁকুড়া জেলার রতনপুরের বাসিন্দা সোমনাথ পরামানিকের সঙ্গে বিবাহ হয় হিড়বাঁধ নিবাসী সোনালি পরামানিকের ৷ সোমনাথ পেশায় সিআরপিএফ কর্মী ৷ চার বছর আগে তাঁদের বিবাহ হয়েছিল ৷ এক বছর আগে জন্ম হয় এক কন্যাসন্তানের ৷

মেয়ের পরিবারের অভিযোগ, বিয়ের এক মাস পর থেকে মেয়ের ওপর অমানবিক অত্যাচার শুরু করে মেয়ের শ্বশুর-শাশুড়ি ও ননদ-নন্দাই মিলে । সোনালির স্বামী সোমনাথ কর্মসূত্রে ঝাড়খণ্ডের রাঁচিতে থাকেন ৷ তাঁর অবর্তমানে মেয়ের ওপর অমানবিক অত্যাচার চালাত তারা । সোনালির দাদার অভিযোগ, কন্যাসন্তান জন্ম দেওয়ার পর থেকে অত্যাচার আরও বেড়ে গিয়েছিল । মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ ছেলের পরিবারের থেকে মেয়ের বাড়িতে খবর দেওয়া হয় যে তাঁদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ।

কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ

আরও পড়ুন :বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়ায় বাবা ও ছেলের মৃত্যু

তড়িঘড়ি খবর পেয়ে ছুটে আসেন মেয়ের পরিবারের লোকজন ৷ তাঁরা দেহ দেখে অভিযোগ করেন এটা নিছকই আত্মহত্যা নয় ৷ মেয়েকে পরিকল্পনা করে খুন করেছে শ্বশুরবাড়ির লোকজন । এই ঘটনার কথা স্থানীয় পুনিশোল ফাঁড়ির পুলিশকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । এটা নিছকই আত্মহত্যা না কি খুন, তা খতিয়ে দেখছে ওন্দা থানার অধীনস্থ পুনিশোল ফাঁড়ির পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details