পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bankura Murder Case : স্ত্রী'কে খুনের অভিযোগে 10 বছরের কারাদন্ড

কথাকাটাকাটির কারণে স্ত্রী ঢাঙ্গি টুডুকে কাটারির কোপ মেরে খুন করে রামলাল টুডু ৷ অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত ৷ পাশাপাশি 5 হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক (Bankura Murder Case) ৷

Bankura Murder Case
স্ত্রী'কে খুনের অভিযোগে 10 বছরের কারাদন্ড

By

Published : Apr 27, 2022, 7:59 PM IST

Updated : Apr 27, 2022, 8:25 PM IST

বাঁকুড়া, 27 এপ্রিল : 2 বছর আগে স্ত্রী'কে খুনের ঘটনায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। পাশাপাশি 5 হাজার টাকা জরিমানা করাও হয়েছে। ঘটনাটি বাঁকুড়ার শালতোড়া থানা এলাকার শিয়ালবেদিয়া গ্রামে (Bankura Murder Case) ৷

2020 সালের 10 জুন শালতোড়া থানা এলাকার শিয়ালবেদিয়া গ্রামের রামলাল টুডু সামান্য কথাকাটাকাটির কারণে স্ত্রী ঢাঙ্গি টুডুকে কাটারির কোপ মারে। পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রামলাল টুডু পলাতক ছিল। ঘটনার তিন মাস পর অর্থাৎ 14 অক্টোবর শালতোড়ার রঘুনাথ চক এলাকা থেকে পুলিশ অভিযুক্ত রামলালকে গ্রেফতার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার বিচারক রামলালের 10 বছরের কারাদণ্ড ও 5 হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

আরও পড়ুন :বধূকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা

যদিও এদিন অভিযুক্ত রামলাল টুডু তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। সরকারী আইনজীবী অরুণ কুমার চট্টোপাধ্যায় ঘটনার বিবরণ দিয়ে বলেন, "অভিযুক্তের ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে। পরে তাকে গ্রেফতার করা হয়। বিচারক 304 পার্ট ওয়ানে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেছেন।"

Last Updated : Apr 27, 2022, 8:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details