বাঁকুড়া, 27 এপ্রিল : 2 বছর আগে স্ত্রী'কে খুনের ঘটনায় অভিযুক্তকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলা আদালত। পাশাপাশি 5 হাজার টাকা জরিমানা করাও হয়েছে। ঘটনাটি বাঁকুড়ার শালতোড়া থানা এলাকার শিয়ালবেদিয়া গ্রামে (Bankura Murder Case) ৷
2020 সালের 10 জুন শালতোড়া থানা এলাকার শিয়ালবেদিয়া গ্রামের রামলাল টুডু সামান্য কথাকাটাকাটির কারণে স্ত্রী ঢাঙ্গি টুডুকে কাটারির কোপ মারে। পরে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত রামলাল টুডু পলাতক ছিল। ঘটনার তিন মাস পর অর্থাৎ 14 অক্টোবর শালতোড়ার রঘুনাথ চক এলাকা থেকে পুলিশ অভিযুক্ত রামলালকে গ্রেফতার করে। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার বিচারক রামলালের 10 বছরের কারাদণ্ড ও 5 হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।