বাঁকুড়া, 20 অগস্ট: গত পরশুই ইটিভি ভারতে বাঁকুড়ার গৃহবধূর নিখোঁজ হওয়ার খবর প্রকাশিত হয়েছিল ৷ এ বার খোঁজ মিলল সেই গৃহবধূর ৷ রবিবার তাঁর দেহ উদ্ধার হয়েছে ৷ পুত্রবধূর গলার নলি কেটে খুন করে প্রতিবেশীর গোবর গ্যাসের ট্যাংকে দেহ ভরে রাখার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে । এই পুরো ঘটনায় প্রত্যক্ষ যোগসাজসের অভিযোগ উঠেছে মৃতার স্বামীর বিরুদ্ধেও । নৃশংস ঘটনাটি ঘটে বাঁকুড়ার শালতোড়া থানার ঢেঁকিয়া গ্রামে । শালতোড়া থানার পুলিশ প্রতিবেশীর গোবর গ্যাসের ট্যাংক থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে । জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে মৃতার স্বামীকেও ।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার । ওই দিন আচমকাই শালতোড়া থানার ঢেকিয়া গ্রামে নিজের শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যান মোনালিসা ঘটক নামে গৃহবধূ । বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর শুক্রবার মোনালিসার স্বামী কাজু ঘটক মোনালিসার বাবা ও মাকে সঙ্গে নিয়ে শালতোড়া থানায় হাজির হয়ে অভিযোগ জানান, তাঁর স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না । স্ত্রী নিখোঁজ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের বাবা সুজিত ঘটক ও মা ইতু ঘটকও নিখোঁজ হয়ে গিয়েছেন বলে পুলিশকে জানান কাজু ।
সেই সময়ই মোনালিসার বাপের বাড়ির লোকজন পুলিশকে জানান, পণের দাবিতে দীর্ঘদিন ধরেই তাঁদের মেয়ের উপর অত্যাচার চালাচ্ছিলেন শ্বশুর-শাশুড়ি । তার সঙ্গে এই নিখোঁজের ঘটনার সম্পর্ক থাকতে পারে, এমন তথ্যও পুলিশের হাতে তুলে দেন মোনালিসার বাবা ও মা । ঘটনার তদন্তে নেমে প্রথমেই মোনালিসার শ্বশুর-শাশুড়ির খোঁজ শুরু করে পুলিশ । দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় মোনালিসার স্বামী কাজু ঘটককেও । শেষ পর্যন্ত বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, মৃতার শ্বশুর-শাশুড়ি বিষ্ণুপুর থানার হিংজুড়ি গ্রামে তাঁদের এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন ।