পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Maa Durga Face in Pin: ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল, তাক লাগালেন বাঁকুড়ার গৃহবধূ

Durga Puja 2023: অন্যকরমভাবে মা দুর্গার মর্তে আগমন উদযাপন ৷ ক্ষুদ্র আলপিনের মাথায় দেবী দুর্গার মুখমণ্ডল গড়লেন বাঁকুড়ার এক গৃহবধূ ৷ দেখে অবাক জেলাবাসী ।

Durga Puja 2023
আলপিনের মাথায় দেবী দুর্গার মুখমণ্ডল

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 10:42 PM IST

ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল গড়লেন গৃহবধূ

বাঁকুড়া, 27 সেপ্টেম্বর: দুর্গাপুজো দোরগোড়ায় । আর পুজো এলেই বাঙালির হাজাররকম পরিকল্পনা শুরু হয়ে যায় ৷ কী জামাকাপড় কেনা হবে, কটা ঠাকুর দেখা হবে, এসবের যেন শেষ আর হয় না ৷ তবে অন্যকরমভাবে মা দুর্গার মর্তে আগমনকে উদযাপন করতে দেখা গেল বাঁকুড়ার এক গৃহবধূকে ৷ এই পুজোর আনন্দেই গা ভাসিয়ে ক্ষুদ্র আলপিনের মাথায় মা দুর্গার মুখমণ্ডল তৈরি করে ফেললেন 30 বছরের অর্পিতা সরকার ৷ যেটির দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের 10 ভাগের একভাগ । তাঁর এই ক্ষুদ্র প্রয়াস তাক লাগিয়েছে সকলকে ৷

বাঁকুড়া জেলার কেন্দুয়াডিহির ভকতপাড়ার বাসিন্দা দুই সন্তানের মা অর্পিতা ৷ তাঁর ছোট থেকেই ইচ্ছে ছিল শিল্পচর্চার । এই ইচ্ছেতেই ভর করে সংসারের হাজারো কাজের চাপের মধ্যেও তাঁর প্যাশনকে আকড়ে ধরে রেখেছেন এই গৃহবধূ ৷ বাণিজ্যিকভাবে নয়, শুধুমাত্র ভালো লাগা থেকেই নিজের অবসর সময়ে শিল্পচর্চা করেন তিনি । প্রায় তিন মাস আগে রমা কলাইয়ের উপর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাতে ফুটিয়েও সকলকে অবাক করে দিয়েছিলেন অর্পিতা ৷

বাজারে যে শিল্প দ্রব্যগুলি পাওয়া যায় সেগুলির মূল্য বেশ আকাশ ছোঁয়া । তাই স্বল্প সময়ের মধ্যেই নিজের কাছে থাকা অল্প পুঁজি এবং অব্যবহৃত অর্থাৎ ফেলে দেওয়া বিভিন্ন বস্তু নিয়ে শিল্পচর্চা করেন অর্পিতা সরকার । আর সেগুলি দিয়েই মাত্র 15 মিনিটেই একটি সরু আলপিনের মাথায় খালি চোখে অপূর্ব সুন্দর মা দুর্গার মুখমণ্ডল গড়লেন তিনি । সামান্য একটু রং এবং টি-ব্যাগের সাদা ফিল্টার কাগজ দিয়েই তৈরি তাঁর এই অনন্য সৃষ্টি ।

অর্পিতা বলেন, "আমি একটি আলপিনের মাথায় দুর্গার মুখ তৈরি করেছি ৷ এটা বানাতে 15 মিনিট সময়ে লেগেছে আমার ৷ প্রত্যেকবছর দুর্গাপুজোয় কিছু না কিছু বানাই আমি ৷ এ বছর ঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি এটা বানিয়েছি ৷ আমার বানানো জিনিসগুলি নিয়ে বিভিন্ন প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিতে চাই ৷"

আরও পড়ুন:অর্থের অভাবে একসময় বন্ধ হয়েছিল পুজো, রইল প্রাচীন বনেদি পুজোর বারোয়ারি হয়ে ওঠার কাহিনি

বাঁকুড়া জেলায় শিল্পচর্চা মানুষের রন্ধ্রে রন্ধ্রে । বাঁকুড়ার পাঁচমুড়ার টেরাকোটা থেকে বিকনার ডোকরা শিল্প । জেলার মানুষের মধ্যে বাসা বেঁধেছে শিল্পী সত্তা । এদের মধ্যে অন্যতম হলেন অর্পিতা সরকার । এরপর তিনি কী তৈরি করেন, সেই দিকেই মুখিয়ে রয়েছে তাঁর পরিবার-পরিজন থেকে পরিচিতরা ।

ABOUT THE AUTHOR

...view details