পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Minor Girls Trafficking: কাজের লোভ দেখিয়ে তিন ছাত্রীকে পাচারের চেষ্টা বাঁকুড়ায় ! গ্রেফতার গৃহবধূ

নবম শ্রেণির তিন ছাত্রীকে স্মার্ট ফোনের লোভ দেখিয়েছিলেন এক গৃহবধূ ৷ তাদের কাজ দেওয়ার নামে কালিয়াগঞ্জে নিয়ে যান । নাবালিকাদের পরিবারের লোকজন পুলিশের দ্বারস্থ হলে পুলিশ তাদের উদ্ধার করে ৷ গ্রেফতার গৃহবধূ ৷

ETV Bharat
নারী পাচার

By

Published : Jul 15, 2023, 12:05 PM IST

তিন নাবালিকাকে পাচারের আগে উদ্ধার করল বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ

ইন্দাস, 15 জুলাই: কাজ দেওয়ার নামে নাবালিকাদের পাচারের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে ৷ তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কাজ দেওয়ার নামে নবন শ্রেণির তিন ছাত্রীকে পাচারের চেষ্টা করছিলেন ওই মহিলা বলে অভিযোগ । স্মার্ট ফোনের লোভ দেখিয়ে তিনজনকে নিয়ে এলাকা ছাড়ার চেষ্টা করেন তিনি । তবে বেশিদূর পর্যন্ত নিয়ে যেতে পারেননি । ছাত্রীদের নিয়ে কালিয়াগঞ্জ পৌঁছতেই পুলিশের হাতে ধরা পড়লেন অভিযুক্ত ৷ পুলিশের তৎপরতায় অন্যত্র পাচারের আগেই উদ্ধার হয় তিন ছাত্রী ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় ৷

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়াদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় ৷ সেই সুযোগে তাদের ভালো মাইনের কাজের লোভ দেখান লক্ষ্মী হেমব্রম নামের ওই গৃহবধূ ৷ তাদের স্মার্ট ফোন দেবেন বলেও জানান তিনি ৷ এরপর 12 জুলাই ইন্দাস থানা এলাকার নবম শ্রেণির তিন ছাত্রীকে প্রথমে বর্ধমান ও পরে ট্রেনে করে মালদা স্টেশনে নিয়ে যান ৷

স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল ওই তিন ছাত্রী ৷ এদিকে স্কুল ছুটির দীর্ঘসময় পরেও তারা বাড়িতে ফিরে না-আসায় সন্দেহ হয় পরিবারের ৷ এই অবস্থায় তাদের পরিবার বাঁকুড়ার ইন্দাস থানার দ্বারস্থ হয় ৷ 13 জুলাই মালদা স্টেশনে নামার পর ওই ছাত্রীদের মধ্যে একজন স্থানীয় এক টোটো চালকের ফোন থেকে বাড়িতে ফোন করে ৷

ওই ছাত্রী বাড়িতে জানায়, কাজের লোভে বাড়ি থেকে বেরিয়ে বেঙ্গালুরু এসে পৌঁছেছে ৷ সন্দেহ হওয়ায় পরিবারের তরফে ফের পুলিশের সঙ্গে যোগাযোগ করে ফোন নম্বরটি দেওয়া হয় ৷ এরপর সেই ফোনের টাওয়ার লোকেশান ট্র‍্যাক করে পুলিশ জানতে পারে ওই তিন ছাত্রী উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে পৌঁছেছে ৷ সেখানে স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে ৷

আরও পড়ুন: প্রেমের টানে বাংলাদেশ থেকে বাংলায় ! অবৈধ প্রবেশের অভিযোগ গ্রেফতার যুবতী

তড়িঘড়ি কালিয়াগঞ্জ থানায় বিষয়টি জানানো হলে সেখানকার পুলিশ দ্রুত ওই বাড়িতে হানা দিয়ে তিন ছাত্রীকে উদ্ধার করে ৷ আটক করা হয় ওই তিন ছাত্রীর সঙ্গে থাকা লক্ষ্মী হেমব্রমকে ৷ শুক্রবার গভীর রাতে ওই তিন ছাত্রী-সহ লক্ষ্মী হেমব্রমকে ইন্দাস থানায় নিয়ে আসা হয় ৷ আজ তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশ ৷ তিন ছাত্রীর পরিবারের দাবি, পাচারের জন্য ওই তিন ছাত্রীকে কালিয়াগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল ৷ বিষ্ণুপুরের এসডিপিও জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে ৷ নারীপাচারের বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details