মুকুটমণিপুর, 12 ডিসেম্বর : রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির অন্যতম মুকুটমণিপুর । পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তুলতে চলতি মরশুম থেকে চালু হচ্ছে হোমস্টে ।
বাঁকুড়ার মুকুটমণিপুর । পর্যটকদের আকর্ষণ করে এর প্রাকৃতিক সৌন্দর্য । তাই শুধুমাত্র এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটকদের ভিড় দেখা যায় এখানে । কিন্তু থাকা-খাওয়ার খরচ অত্যন্ত বেশি । তাই ইচ্ছা সত্ত্বেও মধ্যবিত্ত পরিবারের পক্ষে বড় হোটেলে মোটা টাকা খরচ করে রাত্রিযাপন করা সম্ভব হয় না ৷ তাই তাঁদের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে স্থানীয় আদিবাসী গ্রামগুলিতে ব্যবস্থা করা হচ্ছে হোমস্টে-র ।