পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুকুটমণিপুরে চালু হচ্ছে হোমস্টে - Home-stay Mukutmanipur

বাঁকুড়ার মুকুটমণিপুরে চালু হতে চলেছে হোমস্টে । পর্যটকদের খরচ বাঁচাতেই এই উদ্যোগ । পাশাপাশি আদিবাসী পরিবারগুলি রুজি রোজগারের নতুন পথ খুঁজে পাবে ।

image
হোমস্টে

By

Published : Dec 12, 2019, 3:08 PM IST

মুকুটমণিপুর, 12 ডিসেম্বর : রাজ্যের পর্যটনকেন্দ্রগুলির অন্যতম মুকুটমণিপুর । পর্যটকদের কাছে তা আরও আকর্ষণীয় করে তুলতে চলতি মরশুম থেকে চালু হচ্ছে হোমস্টে ।

বাঁকুড়ার মুকুটমণিপুর । পর্যটকদের আকর্ষণ করে এর প্রাকৃতিক সৌন্দর্য । তাই শুধুমাত্র এই রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত পর্যটকদের ভিড় দেখা যায় এখানে । কিন্তু থাকা-খাওয়ার খরচ অত্যন্ত বেশি । তাই ইচ্ছা সত্ত্বেও মধ্যবিত্ত পরিবারের পক্ষে বড় হোটেলে মোটা টাকা খরচ করে রাত্রিযাপন করা সম্ভব হয় না ৷ তাই তাঁদের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে স্থানীয় আদিবাসী গ্রামগুলিতে ব্যবস্থা করা হচ্ছে হোমস্টে-র ।

দেখুন ভিডিয়ো

পরীক্ষামূলক ভাবে এবছর পাঁচটি বাড়ি চিহ্নিত করা হয়েছে । এখানে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা থাকবে । পাশাপাশি আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ হতে পারবেন পর্যটকরা । এছাড়া ঘরোয়া পরিবেশে পছন্দ মতো খাবারের স্বাদও নিতে পারবেন । থাকবে আদিবাসী নাচ দেখার সুযোগও ।

আদিবাসী নৃত্য

ইতিমধ্যেই চিহ্নিত বাড়িগুলিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে । প্রশাসনের এই উদ্যোগ রোজগারের নতুন দিশা দেখাচ্ছে স্থানীয় আদিবাসী পরিবারগুলিকে । প্রশাসনের এই উদ্যোগ একদিকে যেমন পর্যটকদের খরচ বাঁচাবে অন্যদিকে আদিবাসী পরিবারগুলি রুজি রোজগারের নতুন পথ খুঁজে পাবে ।

ABOUT THE AUTHOR

...view details