বাঁকুড়া, 27 সেপ্টেম্বর:বাঁকুড়ার দু'নম্বর ব্লকের কষ্টিয়া গ্রাম, সেখানে গেলেই দেখা মিলবে শীট পরিবারের (Durga Puja in Kostia Village) অহংকারের নিদর্শন। যার মধ্যে অন্যতম দুর্গাপুজো ৷ শীট পরিবারের পুজোতেই দুর্গোৎসবের চারটে দিন গ্রামবাসীদের সমস্ত আবেগ (Shit Family's Durga Puja)।
বর্ধিষ্ণু পরিবারের সন্তান, সার্থক শীট মেষ চরানোর জন্য বাঁকুড়ার বেলিয়াতোড় থেকে এসে উপস্থিত হন এই কষ্টিয়া গ্রামে। কথিত রয়েছে, কষ্টিয়া গ্রামে আসা সার্থক শীট একদিন মেষ চরাতে চরাতে বট গাছের তলায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন ৷ সেখানেই মা দুর্গা স্বপ্ন দেন তাঁকে প্রতিষ্ঠার জন্য ৷ তারপর একটি চালা করে মা দুর্গার পুজো সারেন তিনি ৷ ব্যস! তারপরেই ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে বিশাল সম্পত্তির মালিক হয়ে ওঠেন এই সার্থক শীট।
তারপর বিস্তীর্ণ এলাকাজুড়ে একের পর এক জমি কিনে কয়েক হাজার হেক্টর বনভূমির মালিক হয়ে ওঠেন। সার্থক শীটের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি আড়ম্বর করে চালু করেন মা দুর্গার পুজো, প্রতিষ্ঠিত হয় মা দুর্গার বিশাল নাটমন্দির। এই পুজোর বিশেষ বৈচিত্র্য ছিল আরেকটি ৷ তা হল পুজোকে কেন্দ্র করে দিনের বেলায় যাত্রানুষ্ঠান।