কোতুলপুর , 15 জুন : বাঙালির বারো মাসে তেরো পার্বণ ৷ ইদানিংকালে বাঙালির জামাই ষষ্ঠীও পার্বণের মধ্যেই পড়ে গিয়েছে ৷ আম-জাম-কাঁঠাল , মাছ-মাংস , রকমারি মিষ্টি , কী থাকে না পাতে ! কিন্তু এবারের জামাই ষষ্ঠীতে ব্যাগ ভরাতে গিয়ে কার্যত হিমসিম খেতে হচ্ছে মধ্যবিত্তদের ৷ বাজার আগুন ৷ মন ভরে জামাইকে খাওয়ানো যেন দূর-অস্ত ৷ সাধ থাকলেও সাধ্যি নেই ৷
বাঁকুড়ার কোতুলপুরের বাজার ৷ লাস্ট মিনিটের কেনাকাটা করতে গিয়ে মাথায় হাত শ্বশুরদের ৷ সবজি থেকে শুরু করে মরশুমি ফল, কাটা পোনা , চিংড়ি , ইলিশ , মাংস সবই ধরাছোঁয়ার বাইরে ৷ কাঁঠাল 200 টাকা পিস ৷ তো চিংড়ি 500 টাকা কেজি ৷ খাসির মাংস তো ধরাছোঁয়ার বাইরে ৷ কারও কাছে 750 টাকা কেজি, তো কারও কাছে আরও বেশি ৷ জামাইদের খাওয়াবেন কী ? আদর যত্নই বা করবেন কীভাবে ? কপালে চিন্তার ভাঁজ পড়েছে শ্বশুরদের ৷