পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ, শিক্ষককে অর্ধনগ্ন করে মার - indecent behaviour

স্কুলের প্রধান শিক্ষিকা কাজল সাহা বলেন, "এর আগে অভিভাবকরা অভিযোগ জানিয়েছিল । তা ছিল মৌখিক । তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ।"

শিক্ষককে মার

By

Published : Jul 17, 2019, 8:06 PM IST

Updated : Jul 17, 2019, 8:46 PM IST


ইন্দাস (বাঁকুড়া), 17 জুলাই : ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে অর্ধনগ্ন করে পিটিয়ে পুলিশে তুলে দিল স্থানীয়রা । অভিযুক্তের নাম শেখ ফিরোজ় খান । ঘটনাটি বাঁকুড়ার ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ।

দেখুন ভিডিয়ো

ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শেখ ফিরোজ় খান । অভিযোগ, দীর্ঘ দিন ধরে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করতেন ওই শিক্ষক । প্রায় পাঁচ মাস আগে অভিভাবকরা বিষয়টি প্রথম জানতে পারেন । সেই সময়ই প্রধান শিক্ষিকা কাজল সাহাকে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানানো হয় । কিন্তু এরপরেও ওই শিক্ষকের ব্য়বহারে কোনও পরিবর্তন আসেনি বলে অভিযোগ অভিভাবকদের ।

আজ স্কুলের এক ছাত্রীর অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে । প্রথমে স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা । পরে অভিযুক্ত শিক্ষককে অর্ধনগ্ন করে মারধর করা হয় । তুলে দেওয়া হয় পুলিশের হাতে । স্কুলের প্রধান শিক্ষিকা কাজল সাহা বলেন, "এর আগে অভিভাবকরা অভিযোগ জানিয়েছিল । তা ছিল মৌখিক । তাই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি ।"

Last Updated : Jul 17, 2019, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details