বাঁকুড়া, ১৯ মার্চ : আপাতত রাজ্যের সব কটি আধার কেন্দ্রের কাজকর্ম স্থগিতের নির্দেশ দিল ডাক বিভাগ । একই মর্মে নির্দেশ দিল রাজ্য সরকারও । গতকালও বাঁকুড়া মুখ্য ডাকঘরে হাজার হাজার মানুষ কাকভোর থেকে আধার কার্ড এর আবেদন পত্র জমা দিতে এবং সংশোধন করাতে জড়ো হয়েছিলেন।
কোরোনা ভাইরাস এর সংক্রমণ রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার জনসমাগম বন্ধ করার নির্দেশিকা জারি করেছে । কিন্তু এই সমস্ত আধার কেন্দ্রগুলোতে তার পরিপন্থী পরিস্থিতি লক্ষ্য করা গেছে । শুধু তাই নয় এই অবস্থায় ডাকঘরের কর্মীদেরও কাজ করতে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ।