পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Godardihi Health Centre : নেই চিকিৎসা ব্যবস্থা, ধুঁকছে জরাজীর্ণ গদারডিহি গ্রাম স্বাস্থ্যকেন্দ্র

দীর্ঘ পঁচিশ বছর ধরে ধুঁকছে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রামের স্বাস্থ্যকেন্দ্র ৷ সেখানে নেই কোনও চিকিৎসা ব্যবস্থা (Bankura Health Centre) ৷

Bankura Health Centre news
দীর্ঘ পঁচিশ বছর ধরে বন্ধ বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রাম স্বাস্থ্যকেন্দ্র

By

Published : Jun 13, 2022, 4:01 PM IST

বাঁকুড়া, 13 জুন :বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত গদারডিহি গ্রাম । সেই গদারডিহি গ্রামের মানুষের চিকিৎসা বলতে সম্বল গ্রামেরই একটিমাত্র স্বাস্থ্যকেন্দ্র ৷ তবে সেই স্বাস্থ্যকেন্দ্রের বর্তমান যা পরিস্থিতি তাতে স্বাস্থ্যকেন্দ্রটিকে ভূতের আস্তানা বলে ভ্রম হতে পারে । দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই স্বাস্থ্যকেন্দ্র । নেই নিয়মিত ডাক্তারের আনাগোনা, নেই পর্যাপ্ত ওষুধও (Godardihi village health centre is in dilapidated condition) ।

পঁচিশ বছর আগে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে মিলত সব রকম সুযোগ-সুবিধা, এমনকী শল্য চিকিৎসার সুবিধা পর্যন্ত পাওয়া যেত সেখানে । এমনটাই জানাচ্ছেন গ্রামবাসীরা । আর এখন সামান্য চিকিৎসা পরিষেবা পেতে গেলে গদারডিহি এবং পাশ্ববর্তী গ্রামের মানুষদের দীর্ঘ পথ অতিক্রম করে ছুটে যেতে হয় বড়জোড়া সুপারস্পেশালিটি হাসপাতালে ।

সপ্তাহে তিনদিন ডাক্তারের আগমণে সামান্য কিছু পরিষেবা পাওয়া গেলেও বাকি দিনগুলোয় চিকিৎসকেরা আসেন না গদারডিহি স্বাস্থ্যকেন্দ্রে । সেই দিনগুলোয় চরম সমস্যায় পড়তে হয় গোটা গ্রামকে । স্বাস্থ্যকেন্দ্র রক্ষণাবেক্ষণের জন্য একজন গ্রামবাসীকে রোজ একশো টাকার বিনিময়ে রাখা হলেও তাঁর একার পক্ষে সম্ভব হয়ে ওঠে না সবটা। স্বাস্থ্যকেন্দ্রের দরজা, জানালায় মরচের মোটা প্রলেপের সঙ্গে ভেঙে পড়েছে কিয়দংশ, পুরো হাসপাতাল চত্বর আগাছায় পরিপূর্ণ ।

জরাজীর্ণ অবস্থায় ধুঁকছে গদারডিহি গ্রাম স্বাস্থ্যকেন্দ্র

আরও পড়ুন :স্বাস্থ্যকেন্দ্র এলাকা থেকে সরিয়ে নেওয়া চলবে না, এই দাবিতে আমরণ অনশনের ডাক

এই ভগ্নপ্রায় স্বাস্থ্যকেন্দ্র যেখানে গদারডিহি সব পাশাপাশি বেশ কয়েকটি গ্রামের লাইফলাইন, সেখানে এই গ্রামের চিত্র সত্যিই শোচনীয় । গ্রামের মানুষ যেন কাতরভাবে আবেদন জানাচ্ছেন আবার সমস্ত পরিষেবা যেন পঁচিশ বছর আগের অবস্থায় ফিরে যায় ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details