পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bankura Municipal Polls 2022 : বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর - বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর

আগামী 27 ফেব্রুয়ারি বাঁকুড়ায় পৌরসভা নির্বাচন (Bankura Municipal Polls 2022) ৷ সেখানে চারটি ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন দলের নেতারা ৷ কেউ লড়ছেন নির্দল হিসেবে ৷ কেউ আবার প্রার্থী হয়েছেন কংগ্রেসের প্রতীকে ৷

14424761_thumbnail_3x2_photo_aspera.jpg
বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর

By

Published : Feb 10, 2022, 1:55 PM IST

বাঁকুড়া, 10 ফেব্রুয়ারি : বাঁকুড়া পৌরসভার (Bankura Municipality) বিদায়ী বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দিলীপ আগরওয়ালকে টিকিট দেওয়া হয়নি এবার ৷ তাই তিনি ওই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন । শহরের তৃণমূল নেতা হিসেবে পরিচিত দিলীপ দলের প্রার্থী প্রয়াত তৃণমূল নেতা শান্তি সিংহের পুত্র বিশ্বনাথ সিংহের বিরুদ্ধে প্রার্থীপদ দাখিল করে কার্যত শাসকদলের বিরুদ্ধেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ।

একইভাবে দল টিকিট না দেওয়ায় 18 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অনন্যা রায়চক্রবর্তী ও 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লতিকা হালদারও এবার নির্দল হিসেবে ভোটে লড়ছেন ৷ তৃণমূল প্রার্থী না করায়, তাঁরা যে ক্ষুব্ধ, সেটা ওই নির্দল প্রার্থীরা প্রকাশ্যেই জানাচ্ছেন ৷

অন্যদিকে 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পার্থসারথি দে ওরফে ঝুকা এদিন তৃণমূল ছেড়ে কংগ্রেসের প্রতীকে মনোনয়ন দাখিল করেন । ফলে বাঁকুড়া পৌরসভার 7, 9, 18 ও 23 নম্বর ওয়ার্ডে গোঁজ প্রার্থী হিসেবে এই চারজন শাসকদলকে যথেষ্ট বেগ দেবেন বলে মনে করছেন শহরের মানুষ (Four Dissident Candidate challenging tmc in Bankura Municipality Election 2022) ৷

যদিও তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের দাবি, এই চারজন প্রার্থী হলেও দলের কোনও ক্ষতি হবে না । শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মতো নেতাও দল ছেড়েছেন । তাতে দলের কোনও ক্ষতি হয়নি । তাঁর আরও দাবি, দিলীপ আগরওয়াল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নন । তিনি আগে নির্দল থেকে তৃণমূলে নাম লিখিয়েছিলেন । এদিকে এই চারজনের মনোনয়ন দাখিলের ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে আসরে নেমে পড়েন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নিলাদ্রি দানা (BJP MLA of Bankura Niladrisekhar Dana) ।

বাঁকুড়ায় তৃণমূলকে চ্যালেঞ্জ চার গোঁজ প্রার্থীর

প্রসঙ্গত, পৌরভোটের প্রার্থীতালিকা ঘোষণার পরই বাঁকুড়ার অন্তত 7টি ওয়ার্ডের প্রার্থী বদলের দাবিতে তৃণমূলের তুমুল বিক্ষোভ দলের অন্দরেই আলোড়ন ফেলে দেয় । এছাড়া বিভিন্ন ওয়ার্ডে পথ অবরোধ করে বিক্ষোভও চলে । এই বিক্ষোভ বন্ধ করতে দলের পক্ষ থেকে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠকে সাফ জানিয়ে দেন, দলীয় প্রার্থী তালিকায় কোনও বদল হবে না । এর পরই দলের টিকিট না পাওয়া এই চারজন দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোট যুদ্ধে নেমে পড়লেন ৷ কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেন কি না, সেটাই দেখার ৷

আরও পড়ুন :Bankura Municipal Election : শিবমন্দিরে পুজো গিয়ে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী অলকা

ABOUT THE AUTHOR

...view details