বিষ্ণুপুর, 22 অগস্ট : আর্থির তছরুপের দায়ে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পৌরসভার দীর্ঘদিনের প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ আজ সকালে তাঁর বাড়ি থেকে প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ এই ঘটনায় রাজনৈতির ষড়যন্ত্র থাকলে থাকতেও পারে বলে সন্দেহ প্রকাশ করছেন শ্যামাপ্রসাদ ৷
পুলিশ সূত্রে খবর, বিষ্ণুপুরের রাস্তাঘাট সহ একাধিক কাজে অনিয়ম ছিল ৷ এ নিয়ে বিষ্ণুপুর মহকুমা শাসকের কাছে বছর দু‘য়েক আগে অভিযোগ জমা পড়ে ৷ অভিযোগ খতিয়ে দেখার পর বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপকুমার দত্ত প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে আজ সকালে প্রাক্তন মন্ত্রীকে তাঁর বাড়ি গ্রেফতার করে পুলিশ ৷ বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে ৷