বাঁকুড়া, 17 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবারে বিশেষ ব্যবস্থা বাঁকুড়া জেলা বন দপ্তরের ৷ জেলার জঙ্গল লাগোয়া হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া, বাড়ি ফেরত নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা বন দপ্তর৷
বাঁকুড়ায় হাতি উপদ্রুত এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা - bankura
হাতি উপদ্রুত এলাকার পরীক্ষার্থীরা যাতে ঠিকমতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নিল বাঁকুড়া জেলা বন দপ্তর ৷ পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও বাড়ি নিয়ে আসার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে জেলা বন দপ্তর৷
চলতি বছরে এখনও পর্যন্ত বাঁকুড়া জেলায় হাতির আক্রমণে মৃত্যু হয়েছে 9 জনের৷ জেলার বিভিন্ন জঙ্গলে এখনও 10 থেকে 12 টি রেসিডেন্সিয়াল হাতি রয়েছে৷ এই পরিস্থিতিতে যাতে পরীক্ষার্থীরা ঠিকভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে তার ব্যবস্থাই নেওয়া হচ্ছে বন দপ্তরের তরফে৷ এবিষয়ে DFO নর্থ ভাস্কর জে ভি জানিয়েছেন, "পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখা হবে৷"
অপরদিকে, জেলা বিদ্যালয় পরিদর্শক গৌতম চন্দ্র মাল জানিয়েছেন, "এবছরে এই জেলায় 116টি পরীক্ষাকেন্দ্র থাকছে৷ মোট পরীক্ষার্থীর সংখ্যা 49 হাজার 748 জন৷ এছাড়াও জেলার মাধ্যমিক পরীক্ষার্থীদের বিভিন্ন সমস্যার জন্য মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের হেল্প লাইন নম্বর দেওয়া হয়েছে৷ সেখানে পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক ও পরীক্ষকেরা যোগাযোগ করতে পারেন৷ হেল্পলাইন নম্বর গুলি হল- 03242-253305/9434202336/8918985842"