বিষ্ণুপুর, 18 অক্টোবর : বছরের এই সময় উৎসবের মরশুম ৷ ফলে সেই দিকেই তাকিয়ে থাকেন এই চাষীরা ৷ আশায় বুক বাঁধেন, সারা বছরের তাঁদের পরিশ্রমের মূল্য হয়তো তাঁরা পাবেন এই উৎসবের মরশুমে ৷ কিন্তু দক্ষিণবঙ্গের এবারের প্রবল বর্ষা খড়কুটোর মতো সব ভাসিয়ে দিয়েছে চাষীদের সেই সব আশা। দুর্গাপুজো শেষ অথচ বাজারের চাহিদা মতো ফুলের যোগান এবার দিতে পারেনি বাঁকুড়ার বিষ্ণুপুরের ফুল চাষীরা ৷ বর্ষার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের ফুলের বাগান । এসবের পরেও তাঁদের আশা ছিল হয়তো আসন্ন লক্ষ্মীপুজোতে ফুল বাজারের চাহিদা অনুযায়ী তাঁরা ফুলের যোগান দিতে পারবেন এবং কিছুটা হলেও লাভের মুখ দেখবেন ৷ কিন্তু ফের নিম্নচাপ ও বৃষ্টিতে সেই আশাতেও জল পড়েছে ।
আরও পড়ুন : Itahar Murder : ইটাহারে যুব মোর্চার সহ-সভাপতি খুনে গ্রেফতার 1