পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাইক মিছিল নিয়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম 5 - khasmat ali

বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষে জখম হয়েছে পাঁচজন ।

জখম

By

Published : Apr 28, 2019, 6:09 PM IST

Updated : Apr 28, 2019, 7:18 PM IST

বাঁকুড়া, 28 এপ্রিল : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার জয়পুরের উত্তরবাড় অঞ্চলের শালতোড়া গ্রাম । গতকাল থেকে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত জখম হয়েছে পাঁচজন । আহতরা বিষ্ণুপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । লোকসভা নির্বাচনের আগে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্কে স্থানীয়রা ।

গতকাল জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি বাবর আলি কোটালের নেতৃত্বে এলাকায় বাইক মিছিল হয় । অভিযোগ, মিছিলে বাবর আলির অনুগামীদের মারধর করে বিরোধী গোষ্ঠী জাকির আলির লোকজন । ঘটনায় দু'পক্ষের লোকেরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।

ঘটনায় জখম হয়ে হাসপাতালে ভরতি জাকির গোষ্ঠীর লোক হিসেবে পরিচিত খাসমত আলি বায়েনের অভিযোগ, "বাবর আলি কোটালের গোষ্ঠীর লোকজন আমাদের মারধর করেছে ।"

অন্যদিকে জখম হয়ে হাসপাতালে ভরতি বাবর আলির অনুগামী মুজিবর মণ্ডল জাকির গোষ্ঠীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলছেন ।

Last Updated : Apr 28, 2019, 7:18 PM IST

ABOUT THE AUTHOR

...view details