বাঁকুড়া, 28 এপ্রিল : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হল বাঁকুড়ার জয়পুরের উত্তরবাড় অঞ্চলের শালতোড়া গ্রাম । গতকাল থেকে দু'পক্ষের দফায় দফায় সংঘর্ষে এখনও পর্যন্ত জখম হয়েছে পাঁচজন । আহতরা বিষ্ণুপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন । লোকসভা নির্বাচনের আগে শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আতঙ্কে স্থানীয়রা ।
গতকাল জয়পুর ব্লক তৃণমূল যুব সভাপতি বাবর আলি কোটালের নেতৃত্বে এলাকায় বাইক মিছিল হয় । অভিযোগ, মিছিলে বাবর আলির অনুগামীদের মারধর করে বিরোধী গোষ্ঠী জাকির আলির লোকজন । ঘটনায় দু'পক্ষের লোকেরাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে।