বাঁকুড়া, 25 অগাস্ট : বাঁকুড়ায় 116 কোটি টাকার জল প্রকল্পের উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম । গন্ধেশ্বরী নদীর কেশিয়াকোলে তৈরি এই প্রকল্পে উপকৃত হবে প্রায় 14টি ওয়ার্ড । জল অপচয় রুখতে পানীয় জলে মিটার বসানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান তিনি ।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, "রাজ্যের 125টি পৌরসভার মধ্যে 97টি পৌরসভাতে পানীয় জলের বিশেষ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে । এগুলোর মধ্যে 57টি প্রকল্প সম্পূর্ণ হয়ে গেছে যা থেকে প্রতিদিন 500 মিলিয়ন গ্যালন জল সরবরাহ করা হবে । এখনও 40টি প্রকল্পের কাজ চলছে । সেগুলো সম্পূর্ণ হলে আরও 300 মিলিয়ন গ্যালন জল প্রতিদিন সরবরাহ করা যাবে রাজ্যে ।" মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, "2016 সালে মুখ্যমন্ত্রী আমাকে বাঁকুড়ার জলকষ্ট দূর করার জন্য বলেছিলেন । তারপর থেকেই এই জল প্রকল্প নিয়ে চিন্তাভাবনা শুরু হয় । এরই সঙ্গে সাতটি ওভারহেড টাকি বানানো হয়েছে যেখান থেকে এই জল সরবরাহ করা হবে । শহরের 14টি ওয়ার্ডের মানুষ উপকৃত হবেন এই পানীয় জল থেকে । প্রতিটি বাড়িতে জল অপচয় রুখতে যে মিটার বসানো হবে তার জন্য কোনও কর লাগবে না ।"