বাঁকুড়া, 9 এপ্রিল : শুশুনিয়া পাহাড়ের পর বড়জোড়া বাজারে আগুনে পুড়ে ছাই হল বেশ কিছু দোকান । গতকাল বিকেলে বড়জোড়ার যাত্রী প্রতীক্ষালয়ের ঠিক পিছনে আগুন দেখতে পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা । এরপর কয়েক মিনিটের মধ্যে দাবানলের মত ছড়িয়ে পড়েছিল আগুন গোটা বাজারে । আগুনের ফলে 50 টির বেশি দোকান পুড়ে গিয়েছে । প্রায় কয়েক লাখ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে, দাবি ব্যবসায়ীদের ।
আগুনে ছাই বড়জোড়ার 50 বাজার - Bankura
বেশ কিছু কাপড়ের দোকানসহ অন্যান্য ব্যবসায়ীদের দোকান পুড়ে ছাই হয়ে যায় আগুনে । আগুন এতটাই ভয়াবহ ছিল যে প্রায় এক কিলোমিটার দূর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছিল ।
বেশ কিছু কাপড়ের দোকানসহ অন্যান্য ব্যবসায়ীদের দোকান পুড়ে ছাই হয়ে গেছে আগুনে । আগুন এতটাই ভয়াবহ ছিল যে প্রায় এক কিলোমিটার দূর থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যাচ্ছিল । দমকল ঘটনাস্থানে আসতে দেরি করায় আগুন আরও বেশি করে ছড়িয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা । পাশাপাশি বড়জোড়াতে অগ্নিনির্বাপণ কেন্দ্রের দাবিও জানিয়েছেন স্থানীয় ।
গতকাল দুপুর নাগাদ শুশুনিয়া পাহাড়েও আগুন লেগেছিল । পাহাড়ের কিছুটা উঁচুতে হঠাৎই ধোঁয়া দেখতে পেয়ে স্থানীয়রাই খবর দিয়েছিল থানায় । ছাতনা থানা পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছিল । এরপর ফের একইদিনে বাঁকুড়ার বড়জোড়া বাজার এলাকায় আগুন পুড়ে ছাই হল বেশ কিছু দোকান ।