বাঁকুড়া, 17 এপ্রিল : কোরোনা নিয়ে BJP সাংসদ সুভাষ সরকারের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাঁকুড়া থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ৷ জেলা তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, BJP সাংসদ কোরোনা নিয়ে গুজব ছড়িয়েছেন ৷ ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন সাংসদ ৷
কোরোনা নিয়ে বিবৃতি, সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূলের - কোরোনা গুজব
কোরোনা নিয়ে রাজ্য সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছেন BJP সাংসদ ৷
বাঁকু়ড়া সম্মিলনী কলেজে চিকিৎসাধীন এক প্রৌঢ় ও যুবক কোরোনার উপসর্গ নিয়ে ভরতি হন ৷ 12 মার্চ তাঁদের মৃত্যু হয় ৷ অভিযোগ, ওইদিন গভীর রাতে পুলিশ ও তৃণমূলের পক্ষ থেকে দেহগুলি পুড়িয়ে ফেলা হয় ৷ দাহকার্যের সময় মৃতদের আত্মীয়রাও ছিলেন বলে অভিযোগ ৷ পরদিন মৃতদের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে ৷ এই ঘটনায় বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় সোচ্চার হন ৷ তাঁর অভিযোগ, রিপোর্ট আসার আগেই কেন মৃতদেহ দাহ করা হল? এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন ৷
অন্যদিকে BJP সাংসদের এই মন্তব্যের প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেস ৷ শাসকদলের পক্ষ থেকে বলা হয়েছে, একজন সাংসদ কোরোনা নিয়ে মানুষকে বিভ্রান্ত ও শৃঙ্খলাভঙ্গের চেষ্টা করছেন ৷ তিনি গুজব ছড়াচ্ছেন ৷ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বাঁকুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জেলা তৃণমূল নেতা জয়দীপ চট্টোপাধ্যায় ৷ সাংসদ সুভাষ সরকারের অভিযোগ, এভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ যাতে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে না পারে ৷