পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 8, 2020, 12:14 AM IST

ETV Bharat / state

নদীগর্ভ ভরাট করে মুখ্যমন্ত্রীর সভা, জেলাশাসকের কাছে অভিযোগ

গন্ধেশ্বরীর নদীগর্ভ ভরাট করে জনসভা মুখ্যমন্ত্রীর ৷ এতে ক্ষতি হতে পারে নদীর, সমস্যায় পড়তে পারে বাঁকুড়ার মানুষ ৷ এই বিষয়ে বাঁকুড়া গন্ধেশ্বরী বাঁচাও কমিটির তরফে জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷

filling up Gandheswari riverbed to organise CM meeting, river protection committee protests
নদীগর্ভ ভরাট করে মুখ্যমন্ত্রীর সভা, বিতর্কে মুখ্যমন্ত্রী

বাঁকুড়া, 7ফেব্রুয়ারি : নদীগর্ভ ভরাট করে হবে মুখ্যমন্ত্রীর সভা ৷ এতে গন্ধেশ্বরী নদীর ক্ষতি হতে পারে ৷ এই আশঙ্কা প্রকাশ করে সভার বিরোধিতা করে প্রশাসনের দ্বারস্থ হল বাঁকুড়ার গন্ধেশ্বরী বাঁচাও কমিটি ।


আগামী 11 ই ফেব্রুয়ারি বাঁকুড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেদিন বাঁকুড়া শহরের পাঠকপাড়ার কাছে গন্ধেশ্বরী নদীর তীরে মুখ্যমন্ত্রীর সভা করার কথা রয়েছে । যে কারণে সভাস্থানের পাশাপাশি নদীগর্ভে একটি অস্থায়ী পরিকাঠামো তৈরি করা হচ্ছে কর্মী-সমর্থকদের বসার জন্য । গন্ধেশ্বরী বাঁচাও কমিটির অভিযোগ, এর ফলে নদীগর্ভ ও নদীপাড়ের মধ্যে কোনও ফারাক থাকছে না ৷ যার ফলে আগামী দিনে সমস্যার মুখোমুখি হতে হবে বাঁকুড়ার বাসিন্দাদের । এই বিষয়ে বাঁকুড়া গন্ধেশ্বরী বাঁচাও কমিটির তরফে জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এমনকী মুখ্যমন্ত্রীকেও ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে গন্ধেশ্বরী বাঁচাও কমিটি । যদিও কমিটির এই অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের তরফে বলা হয়েছে, মঞ্চটি করা হচ্ছে ব্যক্তিগত মালিকানার জমির উপর ৷ নদীর বা কারও কোনও সমস্যা হবে না ৷

নদীগর্ভ ভরাট করে মুখ্যমন্ত্রীর সভা, বিতর্ক

ABOUT THE AUTHOR

...view details