সোনামুখী (বাঁকুড়া), 27 নভেম্বর : গৃহবধূর আগুনে পুড়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা এবং মারামারির অভিযোগ (Burnt Death of Housewife) ৷ ঘটনায় দু’পক্ষের 6 জন আহত হয়েছেন ৷ শুক্রবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের রামপুর গ্রামের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় (Burnt Death of Housewife in Bankura) ৷ অভিযোগ, লাঠি ও বাঁশ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি হয় ৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশে খবর দেয় স্থানীয়রা ৷
পুলিশ সূত্রে খবর, সোনামুখী ব্লকের বোন্দলহাটি গ্রামের শ্রাবণী বাউড়ির সঙ্গে 5 বছর আগে রামপুর গ্রামের বাপি বাউড়ির বিয়ে হয় ৷ তাঁদের আড়াই বছরের একটি সন্তানও আছে ৷ গত কয়েক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত বলে জানতে পেরেছে পুলিশ ৷ কিন্তু, শুক্রবার সেই অশান্তি চরমে ওঠে ৷ আর তখনই শ্রাবণী বাউড়ি নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছেন বাপির পরিবারের লোকজন (Unnatural Death of Housewife) ৷ স্ত্রীকে আগুনে পুড়তে দেখে বাপি তাঁকে বাঁচাতে যান এবং তিনিও অগ্নিদগ্ধ হন ৷
আরও পড়ুন : Malda Housewife Death : কন্যাসন্তানের জন্ম দেওয়ায় গৃহবধূকে খুনের অভিযোগ মালদায়