পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bankura Nursing Home Fire: নার্সিংহোমে আগুন ! আতঙ্কে 3 তলা থেকে ঝাঁপ রাঁধুনির, ভয়াবহ ভিডিয়ো ভাইরাল - ভাইরাল ভিডিয়ো

শুক্রবার বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের (Bishnupur) একটি নার্সিংহোমে আগুন লাগে (Nursing Home Fire) ৷ আতঙ্কে তিনতলা থেকে ঝাঁপ দেন রাঁধুনি ! ভাইরাল ভিডিয়ো (Viral Video) ৷

female employee jump from second floor after Nursing Home caught Fire in Bankura
Bankura Nursing Home Fire: নার্সিংহোমে আগুন ! আতঙ্কে তিনতলা থেকে ঝাঁপ রাঁধুনির

By

Published : Jul 22, 2022, 1:16 PM IST

Updated : Jul 22, 2022, 2:25 PM IST

বাঁকুড়া, 22 জুলাই:শুক্রবারসকালে এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর (Bishnupur) ৷ এদিন শহরের রবীন্দ্র স্ট্যাচু মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমের রান্নাঘরে আগুন লেগে যায় (Nursing Home Fire) ৷ তাতেই আতঙ্কিত হয়ে পড়েন রান্নার দায়িত্বে থাকা শম্পা মাঝি ৷ প্রাণ হারানোর ভয়ে তিনতলা থেকে সটান নীচে ঝাঁপ দেন তিনি ! সৌভাগ্যক্রমে নীচে থাকা কয়েকজন ব্যক্তি মাটিতে পড়ার আগেই তাঁকে ধরে ফেলেন ৷ ততক্ষণে নার্সিংহোমের সামনে ভিড় জমে গিয়েছে ৷ উপস্থিত জনতাই মোবাইলে এই ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করে ৷ পরে সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় (Viral Video) ৷

ভয় পেয়ে ঝাঁপ !

এই নার্সিংহোমেই রিসেপশনিস্টের কাজ করেন অঙ্কনা দে ৷ তিনি জানিয়েছেন, রোজের মতোই এ দিনও রান্নার কাজ করছিলেন শম্পা ৷ রান্নাঘরটি রয়েছে নার্সিংহোমের তিনতলায় ৷ হঠাৎই শম্পা দেখতে পান গ্যাস সিলিন্ডার থেকে আগুন বের হচ্ছে ৷ এটা দেখেই ভয়ে পেয়ে যান তিনি ৷ এ দিকে, আগুন লাগার খবর চাউর হতেই তড়িঘড়ি চিকিৎসাধীন রোগীদের নার্সিংহোম থেকে বের করে আনা হয় ৷ কিন্তু, শম্পা আর নীচে নামার সুযোগ পাননি ৷ বদলে কার্নিশ বেয়ে নীচে ঝাঁপ মারেন তিনি ! কিন্তু, নার্সিংহোমের কর্মী ও আশপাশের ব্যবসায়ীদের তৎপরতায় সরাসরি উপর থেকে নীচে পড়ার আগেই ওই মহিলাকে ধরে ফেলা হয় ৷ ফলে তেমন কোনও গুরুতর আঘাত পাননি তিনি ৷

আরও পড়ুন:ভিডিয়ো-সেলফি তুলতে জীবনের ঝুঁকি, কী বলছেন মনোবিদরা

এ দিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ৷ তাদের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করেই ঘটেছে অঘটন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ এ দিনের এই ঘটনার পর শম্পাকে বিশ্রামের জন্য বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ সূত্রের খবর, মানসিক অস্থিরতা থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন তিনি ৷

Last Updated : Jul 22, 2022, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details