পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Two Died in an Accident: লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু বাবা-ছেলের - পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারালো বাবা এবং ছেলে

পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারালো বাবা এবং ছেলে, শোকস্তব্ধ মন্দির নগরী বিষ্ণুপুর । মৃতের নাম আনন্দমোহন শো (50) এবং শুভম শো (10) l আনন্দমোহন শো পেশায় স্কুল শিক্ষক ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 2:01 PM IST

Updated : Sep 11, 2023, 2:36 PM IST

লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু বাবা-ছেলের

বিষ্ণুপুর, 11 সেপ্টেম্বর:পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবা ও ছেলের ৷ রবিবার সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে বাইকে করে শহরে ফেরার পথে বিষ্ণুপুরের দু নম্বর ক্যাম্পে ফেরার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের ৷ মৃতের নাম আনন্দমোহন শো (50) এবং শুভম শো (10) l আনন্দমোহন শো পেশায় স্কুল শিক্ষক ছিলেন ৷

পুলিশ সূত্রে খবর, এদিন আনন্দমোহন বাবু গ্রামের বাড়ি হেতাগোড়া থেকে ছেলেকে নিয়ে মোটরবাইকে করে বিষ্ণুপুর শহরের শালবাগানে ফিরছিলেন l শহরে প্রবেশের আগে দুই নম্বর ক্যাম্পে 60 নম্বর জাতীয় সড়কে আসার সময় একটি ধাবার কাছে উলটো দিক থেকে আসা একটি ছোট লরির মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের l লরির ধাক্কায় বাইক-সহ বাবা ও ছেলে রাস্তায় ছিটকে পড়ে পড়েন l আশঙ্কাজনক অবস্থায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়ে দু‘জনকেই l চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁদের । গাড়িটিকে আটক করা গেলেও, চালক এখনও পলাতক l চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ l

পরিবার সূত্রে জানা গিয়েছে, আনন্দমোহন শো বিষ্ণুপুরের লাউবাগান প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন l তাঁর গ্রামের বাড়ি বাঁকাদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হেতাগড়া গ্রামে l তবে তিনি বিষ্ণুপুর শহরের শালবাগানে নিজের বাড়িতে কিছুদিন থাকছিলেন তিনি ৷ গ্রামে পৈত্রিক জমিতে তিনি কিছু গাছ লাগিয়েছিলেন l ওই গাছের পরিচর্যার জন্য তিনি গ্রামে প্রায়ই যেতেন l এদিন ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন l সন্ধ্যার ঠিক আগে মোটরবাইকে করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা ।

আরও পড়ুন:নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকে উঠল গাড়ি, ট্রেন-মারুতির সংঘর্ষে আহত একাধিক

মৃতের ভগিনীপতি মহানন্দ সাহা বলেন, "স্কুল ছুটির পর প্রায় প্রতিদিনই আনন্দমোহন শো গ্রামের বাড়িতে যেতেন ৷ পৈত্রিক জমিতে থাকা গাছের পরিচর্যা করার জন্য । রবিবার রবিবার ছুটি থাকায় এদিন ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছিলেন । বিকেলে গাছের পরিচর্যা করার সময় আমার সঙ্গে অনেক গল্প করেছেন l তখন বিষ্ণুপুরে ফিরতে দেরি হবে বলে জানান l সন্ধ্যার পর ওরা রওনা দেন l কিছু সময় পরে খবর যে দুর্ঘটনা ঘটেছে ।"

Last Updated : Sep 11, 2023, 2:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details