পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sesame Cultivation : তিল চাষ করে মিলছে লাভ, ভবিষ্যতের আশায় বুক বাঁধছেন চাষিরা - তিল চাষে মিলেছে লাভ ভবিষ্যতের আশায় বুক বাঁধছেন চাষিরা

বাঁকুড়ায় এ বছরে তিল চাষ করে লাভের মুখ দেখতে পেয়েছেন চাষিরা ৷ পাশাপাশি এই চাষে অন্যান্য চাষাবাদের মতো কীটনাশক প্রয়োগেরও খুব একটা প্রয়োজন নেই ৷ ফলে খুব একটা খরচাও নেই (Farmers in Bankura make profit by cultivating Sesame) ৷

Sesame Cultivation in Bankura
তিল চাষ করে চাষিরা দেখতে পেয়েছেন লাভের মুখ

By

Published : Jun 21, 2022, 2:25 PM IST

বাঁকুড়া, 21 জুন :বাঁকুড়া জেলার বিষ্ণুপুর, জয়পুর, কোতুলপুর, ইন্দাস ব্লক এলাকায় কম খরচে তিল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের (Farmers make Profit on Sesame Cultivation)। লাভের মুখ দেখছেন তাঁরা । বঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করলেও পশ্চিমের জেলাগুতিতে প্রবল বৃষ্টিপাত না হলে আর্থিকভাবে ঘুরে যাবে তিল চাষিদের ভাগ্য ।

তিল চাষিদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আলু ও আমন ধান তোলার পর ক্ষেত যখন খালি থাকে, সেই খালি জমিতেই খুব সহজে তিল চাষ করা যায় ৷ তিল চাষে সার ও কীটনাশক খরচ অন্যান্য ফসলের মতো লাগে না বললেই চলে। এমনকী তিলের গাছ পিচ্ছিল হওয়ার জন্য গরু-ছাগলে তিল খায় না । তাই ফসল নষ্ট হওয়ার ভয়ও নেই ।

তিল চাষ করে লাভের মুখ দেখতে পেয়েছেন চাষিরা

জমিতে অতি সামান্য চাষ দিয়ে জমি সমান করে তিলের বীজ ছড়ালেই চলে । প্রতি বিঘায় প্রয়োজন 2 কেজি বীজ । পোকা না ধরায় কীটনাশকেরও দরকার হয় না। সেচ, সার, নিড়ানি নিয়ে তিন মাসের মধ্যে পাকা পরিপুষ্ট তিল কৃষকের বাড়িতে ওঠে । তারপর প্রখর রোদে তিল গাছকে শুকিয়ে চলে ঝাড়াইয়ের পালা ।

আরও পড়ুন : জঙ্গলমহলে ড্রাগন ফলের চাষ করে বিকল্প আয়ের দিশা আদিবাসী যুবকের

এই বছরে তিলের ফলন ভাল হওয়ার পাশাপাশি বাজারে বেশ ভাল দামও রয়েছে ৷ 1 কুইন্টাল তিলের দাম 6 হাজার টাকা । সার্বিকভাবে চাষিরা এক বিঘা জমিতে তিল চাষ করে এই মরশুমে 10 থেকে 12 হাজার টাকা লাভ করছেন। এতেই আশায় বুক বাঁধছেন চাষিরা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details