পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

2 মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শ্রমিকদের - কোরোনা আতঙ্ক

একদিকে লকডাউন ৷ অন্যদিকে, বাকি দু'মাসের বেতন ৷ নেই খাবার জোগাড়ের টাকাও ৷ মুশকিলে পরিবারও ৷ তাই বাধ্য হয়ে কারখানার বাইরে বিক্ষোভ দেখালেন শ্রমিকরা ৷ তবে লকডাউন উঠলে সবার বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ ৷

কারখানার সামনে বিক্ষোভ শ্রমিকদের
কারখানার সামনে বিক্ষোভ শ্রমিকদের

By

Published : Apr 12, 2020, 5:30 PM IST

বাঁকুড়া, 12 এপ্রিল : দু'মাসের বকেয়া বেতনের দাবিতে লকডাউনের মাঝেই বিক্ষোভ দেখালেন শ্রমিকরা ৷ বাঁকুড়ার মেজিয়া থানার নন্দনপুর এলাকার একটি বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার শ্রমিকরা আজ এই বিক্ষোভ দেখান ৷ এই কারখানায় প্রায় 300জন ভিনরাজ্যের শ্রমিক কাজ করেন ৷

শ্রমিকদের এক অংশের অভিযোগ, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন দেয়নি কর্তৃপক্ষ ৷ একদিকে বেতন নেই, অন্যদিকে দেশজুড়ে সম্পূর্ণ লকডাউন ৷ এই অবস্থায় দু'বেলা খাবার জোগাড়ের টাকাও নেই বলে জানান তাঁরা ৷ এদিকে বেতন না পাওয়ায় পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন না ৷ খুবই সমস্যায় রয়েছে তাঁদের পরিবার ৷ তাই বকেয়া বেতনের দাবিতে আজ কারখানার মূল গেটের বাইরে বিক্ষোভ দেখান শ্রমিকরা ৷

কারখানা কর্তৃপক্ষ বকেয়া বেতন মেটানোর জন্য একের পর এক দিন ধার্য করলেও এখনও তা দেয়নি বলেই অভিযোগ শ্রমিকদের ৷ আজ কারখানার বাইরে প্রায় ঘণ্টা দুয়েক বিক্ষোভ দেখান তাঁরা ৷ লকডাউন শেষ হওয়ার পর সকলের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে ৷ অন্যদিকে, দেশজুড়ে যেখানে লকডাউন মানার জন্য বিভিন্ন কঠোর পদক্ষেপ করছে প্রশাসন, সেখানে এভাবে এতজন জড়ো হয়ে বিক্ষোভের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details