বাঁকুড়া,15 জুলাই:বাঁকুড়ার জঙ্গলমহল অধ্যুষিত রানিবাঁধ থানার মুরকুম গ্রামের পাশে 100 দিনের কাজ করছিলেন কয়েক জন মানুষ। ঊষর মুক্তি প্রকল্পে হাপা খোঁড়ার কাজ চলছিল। হঠাৎই মাটির ভেতর থেকে একটি বড় প্লাস্টিকের ড্রাম বেরিয়ে আসে। বারিকুল থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থল পর্যবেক্ষণে পুলিশ।
বাঁকুড়ার জঙ্গলমহলে উদ্ধার বিস্ফোরক - বাঁকুড়ার জঙ্গলমহলে উদ্ধার হল বিস্ফোরক
বাঁকুড়ার জঙ্গলমহলে উদ্ধার হল বিস্ফোরক। আতঙ্কিত স্থানীয়রা বারিকুল থানায় খবর দেয়। চলছে তদন্ত।
Bankura
স্থানীয়রা ড্রামটি উদ্ধার করে। তার ভেতরে বেশ কিছু বৈদ্যুতিক তার দেখতে পাওয়ায় খবর দেওয়া হয় বারিকুল থানায় । তদন্তে নেমেছে বারিকুল থানার পুলিশ। জায়গাটিকে ঘিরে চলছে পুলিশি পর্যবেক্ষণ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে । প্রয়োজন মনে হলে বিস্ফোরকটিকে বম্ব স্কোয়াডের লোকজনেরা এসে নিষ্ক্রিয় করতে পারে।