শালতোড়া (বাঁকুড়া), ১৪ মার্চ : বাঁকুড়ার শালতোড়ার থানার অন্তর্গত পাবড়া মোড়ের একটি গোডাউন থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল CID। গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরেই শালতোড়ার ওই গোডাউনে হানা দেয় CID-র আধিকারিকরা। প্রায় ৭০ লাখ টাকার বিস্ফোরক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। এর মধ্যে ১৩৩ বস্তা(৬,৬৫০ কেজি) অ্যামোনিয়াম নাইট্রেট, ১০৬টি জিলেটিন স্টিক ও ৫২ হাজার ডিটোনেটর।
শালতোড়ায় প্রচুর বিস্ফোরক উদ্ধার CID-র - gelatin sticks
বাঁকুড়ার শালতোড়ার থানার অন্তর্গত পাবড়া মোড়ের একটি গোডাউন থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার করল CID। প্রায় ৭০ লাখ টাকার বিস্ফোরক সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
বিস্ফোরক উদ্ধার
এত পরিমাণ বিস্ফোরক ওই গোডাউনে এল কীভাবে? কী কারণে কে বা কারা মজুত করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে CID। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।