বাঁকুড়া, 11 অগস্ট: একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও, প্রধান পদ পেল বিজেপি ৷ একই সঙ্গে আট তৃণমূল সদস্য পদত্যাগ করার জেরে ভেঙে গেল সেই বোর্ডও ৷ বাঁকুড়া এক নম্বর ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
পঞ্চায়েত ভোটের ফলাফলের নিরিখে মোট 20 আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতের 10টিতেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা ৷ ছয়টি বিজেপি, দুটি নির্দল এবং দুটি সিপিএম পায়। পরে একজন নির্দল প্রার্থী তৃণমূলে যাওয়ার ফলে তৃণমূলের মোট আসন সংখ্যা দাঁড়ায় 11। কিন্তু তফশিলি উপজাতির জন্য প্রধানের পদ সংরক্ষিত হওয়ার জেরে তৃণমূলের কেউ সেই পদ পায়নি ৷ কারণ শাসক শিবিরের জয়ী কোনও প্রার্থী তফশিলি উপজাতি না হওয়ায় বিজেপির ঘরে যায় প্রধান পদ। উপ-প্রধান পদ পায় তৃণমূল ৷
আর এখানেই শুরু হয়েছে বিতর্ক ৷ তৃণমূলের আটজন জয়ী প্রার্থীদের দাবি, জেলার নির্দেশকে অমান্য করে ভোটাভুটি করে অন্য এক জন উপ-প্রধান পদ পেয়ে যায়। কীভাবে জেলা নেতৃত্বের নির্দেশকে অমান্য করে এভাবে উপ-প্রধান পদ অন্য কেউ পেতে পারে তা নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ এর জন্য তৃণমূলের আট জন সদস্যই কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতিকে। তাদের দাবি বাঁকুড়া এক নম্বর ব্লকের সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্য়ায় স্বেচ্ছাচারিতা করে উপ-প্রধানের পদ সিপিএম এবং বিজেপির সঙ্গে আঁতাত করে অন্য কাউকে পাইয়ে দিয়েছে।