পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suspicion Of Witchcraft : ডাইনি অপবাদে বৃদ্ধ আদিবাসী দম্পতিকে মারধর করে গ্রামছাড়া করার অভিযোগ - Suspicion Of Witchcraft

বৃদ্ধ দম্পতিকে ডাইনি সন্দেহে মারধর ও খুনের হুমকি ৷ ঘটনাটি সারেঙ্গার নেতুরপুরের ৷ এ বিষয়ে অভিযুক্ত গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি (Elderly tribal couple accused of beating up in witchcraft slander)।

Suspicion Of Witchcraft news
ডাইনি অপবাদে বৃদ্ধ আদিবাসী দম্পতিকে মারধরের অভিযোগ

By

Published : Jun 10, 2022, 4:17 PM IST

সারেঙ্গা, 10 জুন : ডাইনি সন্দেহে এক বৃদ্ধ দম্পতিকে মারধর ও খুনের হুমকির অভিযোগ উঠল (Elderly tribal couple accused of beating up in witchcraft slander) ৷ ঘটনাটি ঘটেছে সারেঙ্গার নেতুরপুরে ৷ আপাতত প্রাণ ভয়ে খাতড়া শহর সংলগ্ন গ্রামে মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই দম্পতি ৷

সূত্রের খবর, সারেঙ্গার নেতুরপুরে বাসিন্দা ওই দম্পতির পাঁচ মেয়েরই বিয়ে হয়ে গিয়েছে । একমাত্র ছেলেও কর্মসূত্রে বাইরে থাকেন । সম্প্রতি গ্রামেরই কয়েকজন ওই বৃদ্ধাকে 'ডাইনি' অপবাদ দেয় । মারধরের পাশাপাশি তাঁদের পুড়িয়ে মেরে দেওয়া এবং গলার নলি কেটে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ । এই অবস্থায় প্রাণ ভয়ে খাতড়া শহরে মেয়ের বাড়িতে ওই বৃদ্ধা দম্পতি আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন :Suspicion of Witchcraft : বীরভূমে ডাইনি অপবাদে অন্তঃসত্ত্বা সহ 8 সদস্যের পরিবার গ্রামছাড়া !

বৃহস্পতিবার এবিষয়ে খাতড়ার মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিককে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন বলেও জানা গিয়েছে । ওই দম্পতি জানান, গ্রামের কয়েকজন বেশ কিছু দিন ধরেই 'ডাইনি' অপবাদ দিচ্ছে । সম্প্রতি গ্রামে একজনের স্বামী মারা গিয়েছে । ওই মৃত্যুর পিছনে 'আমি দায়ী' বলে কোনও এক গুণীন জানিয়েছেন । এমনকী গ্রামে কেউ অসুস্থ হলেও তার দায় আমাদের উপর এসে পড়ে । এই অবস্থায় নিয়মিত বাড়িতে এসে হামলা, মারধরের পাশাপাশি খুনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

ডাইনি অপবাদে বৃদ্ধ আদিবাসী দম্পতিকে মারধরের অভিযোগ

বৃদ্ধ দম্পতির মেয়ে জানান, বেশ কিছুদিন ধরেই ডাইনি অপবাদ দিয়ে মা-বাবার উপর অত্যাচার চলছিল । প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব দেওয়া হয়নি । পরে অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে এবং খুনের হুমকিও দেওয়া হয় । তাই প্রাণের ভয়ে এ বাড়িতেই ওরা এসে আশ্রয় নিয়েছেন ৷

এ বিষয়ে জানতে অভিযুক্ত গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি । তাই প্রতিক্রিয়া মেলেনি । খাতড়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রী এ প্রসঙ্গে টেলিফোনে জানান, অভিযোগ পেয়েছি । সত্যিকারের বিষয়টি কী তা খতিয়ে দেখা হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details