পশ্চিমবঙ্গ

west bengal

বিক্ষোভের জেরে বন্ধ হল টোল প্লাজা থেকে ট্যাক্স নেওয়া

By

Published : Sep 1, 2020, 6:32 PM IST

কোনওরকম বিজ্ঞপ্তি ছাড়াই বাঁকুড়া জেলায় জাতীয় সড়কে টোল প্লাজা থেকে ট্যাক্স নেওয়া শুরু ৷ পরে, বাসিন্দাদের চাপে তা বন্ধ করতে বাধ্য হলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷

national_highway_toll
বিক্ষোভের জেরে বন্ধ হল টোল প্লাজা থেকে ট্যাক্স নেওয়া

বাঁকুড়া, 1 সেপ্টেম্বর : কোনওরকম বিজ্ঞপ্তি ছাড়াই টোল প্লাজা থেকে ট্যাক্স নেওয়া শুরু ৷ খবর প্রকাশ্যে আসতেই বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ অবশেষে, ট্যাক্স নেওয়া বন্ধ করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ৷ বাঁকুড়া জেলার মেজিয়া এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে, বাঁকুড়া জেলার 60 নম্বর এই জাতীয় সড়কটি ওড়িশার বালেশ্বর থেকে রানীগঞ্জ পর্যন্ত বিস্তৃত ৷ রানীগঞ্জ, আসানসোল, বাঁকুড়া মেদিনীপুর সব বিভিন্ন জায়গায় যাতায়তের মাধ্যম এই 60 নম্বর জাতীয় সড়ক ৷ রানীগঞ্জ থেকে মেদিনীপুর পর্যন্ত এই সড়কে কোনওরকম টোল আদায় করা হয় না ৷

বেশ কিছুদিন ধরে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি জায়গায় টোল প্লাজা তৈরি করা হয়েছে ৷ তবে, কোনও টোল প্লাজা থেকেই এখনও ট্যাক্স নেওয়া শুরু হয়নি ৷ কিন্তু, দিন কয়েক আগে হঠাৎই জাতীয় সড়ক কর্তৃপক্ষ বাঁকুড়া মেজিয়াতে তৈরি টোল প্লাজা থেকে ট্যাক্স নেওয়া শুরু করে ৷ ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ তাঁদের দাবি, কোনওরকম বিজ্ঞপ্তি ছাড়াই টোল প্লাজা থেকে ট্যাক্স নেওয়া শুরু হয়েছে ৷ পাশাপাশি তাঁদের অভিযোগ, রাস্তাটির বেশ কিছু জায়গা এখনও খারাপ রয়েছে ৷ ফলে, গাড়ি চলাচলে বেশ অসুবিধা হয় ৷ এমনকি অনেক জায়গাতেই দুর্ঘটনাও ঘটছে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্যাক্স নেওয়ার আগে রাস্তা সম্প্রসারণ ও মেরামতির কাজ করতে হবে ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় মেজিয়া থানার পুলিশ ৷ আপাতাত ট্যাক্স নেওয়া হবে না বলে জানানো হলে বিক্ষোভ তুলে নেন স্থানীয় বাসিন্দারা ৷

ABOUT THE AUTHOR

...view details