বাঁকুড়া, 2 মে: হাতে আর মাত্র কয়েক ঘণ্টা ৷ রাত পোহালে ঈদ উৎসবের আনন্দে মেতে উঠবে সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় ৷ ঈদ ঘিরে সেজে উঠেছে বাঁকুড়ার দোকানগুলি ৷ ক্রেতা টানতে রং-বেরংয়ের পসরা সাজানো হয়েছে দোকানে৷
মহাজনের থেকে ধারদেনা করে দোকান সাজিয়েছেন অধিকাংশ ব্যবসায়ী ৷ তবে ঈদের বাজার না থাকায় মাথায় হাত তাঁদের (Eid Market Down in Bankura) ৷ স্থানীয় ব্যবসায়ীদের কথায় অনেক আশা নিয়ে দোকানে সামগ্রী তুলেছেন তাঁরা ৷ কিন্তু ক্রেতার দেখা নেই ৷ তাছাড়া করোনার জেরে সাধারণ মানুষের কাছে অর্থ অনেকটাই কমেছে ৷ ক্রেতাদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কেনার আগ্রহ খুব একটা নেই ৷ ফল বিক্রিও বেশ কমেছে ৷