সোনামুখী , ৬ জুলাই : এবার প্রেমিকযুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল । বাঁকুড়ার সোনামুখীতে দুই প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ দেখা গেল । দুপুর বারোটা নাগাদ এই যুগলের দেহ ঝুলতে দেখা যায় । ঘটনাটি ঘটেছে সোনামুখী থানার ধানসিমলা পঞ্চায়েতের বেলপাহাড়ি জঙ্গলে ।
মৃত দুই প্রেমিক যুগলের নাম মহাদেব ঘোষ, বয়স 35 বছর ও মিতালী ঘোষ, বয়স 32 বছর । দুজনের বাড়িই ভগবানপুর গ্রামে । দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল এবং তা আজ জানাজানি হয়ে গেলে ভয়ে বেলপাহাড়ি জঙ্গলে এসে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় । জানা যায় দুজনেই বিবাহিত ছিল ।