বাঁকুড়া, 3 অক্টোবর : মঙ্গলবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা বর্ষণে বানভাসি বাঁকুড়ার একাধিক এলাকা । এই ব্যাপক বৃষ্টিতে ডিভিসির মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেসে আসা ছাইয়ে চাপা পড়ল গঙ্গাজলঘাটির লটিয়াবনী থেকে বড়জোড়ার মেটেলি প্রর্যন্ত প্রায় কয়েকশ একর আমন ধানের জমি ৷ এখন জল সরে গেলেও জমি-সহ ধান গাছ সব ছাই চাপা পড়ে রয়েছে । তাই চরম ক্ষতির মুখে এলাকার কৃষকরা । তাঁদের অভিযোগ, বারবার এই বিষয়ে ডিভিসি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি ।
এর মধ্যে শনিবার বাঁকুড়ার বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে আসেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় । তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায় ৷
আরও পড়ুন :Bankura : 5 দফা দাবি নিয়ে জেলাশাসককে স্মারকলিপি বাঁকুড়ার ডেকোরেটার্স সংগঠনের
এদিন তাঁরা বড়জোড়া বিধানসভার মেটালি, ন'পাড়া, মাধবপুর, মালিয়াড়া প্রভৃতি গ্রাম পরিদর্শন ও ত্রাণ দিতে গেলে তাঁদের কাছে পেয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় কৃষকরা । সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন, ডিভিসির পক্ষ থেকে যাতে কৃষিপণ্যের ক্ষতিপূরণ দেওয়া হয় এবং জমি থেকে ছাই তুলে তা যেন পুনরায় চাষযোগ্য করে দেওয়া হয় ।