24 মে, বাঁকুড়া: কে বলেছে মানুষ মানুষের পাশে নেই, কে বলে এই মহামারিতে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত ৷ বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে অন্নপূর্ণা আহার নামে এক প্রকল্প চালু করল স্বস্তিক সংঘ ৷ সেখানকার অসহায় দুঃস্থদের দু'বেলা দু'মুঠো অন্ন জোগানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এই সংঘ ।
করোনা মহামারিতে অভুক্তদের খাবার জোগানে বাঁকুড়ায় অন্নপূর্ণা আহার - bankura
করোনা পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ে গোটা দেশে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছে । যেভাবে করোনা চোখ রাঙাচ্ছে তাতে অনেকে প্রিয়জনদের হারাচ্ছেন, কাজ হারিয়ে খাবার জোটাতে হিমশিম খাচ্ছেন অনেকে। এই পরিস্থিতিতে বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে একটি ক্লাব দুঃস্থদের দু'বেলা দু'মুঠো অন্ন জোগানের দায়িত্ব নিতে এগিয়ে এল ৷
![করোনা মহামারিতে অভুক্তদের খাবার জোগানে বাঁকুড়ায় অন্নপূর্ণা আহার বাঁকুড়ার অন্নপূর্ণা আহার](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11878963-thumbnail-3x2-bankura.jpg)
বাঁকুড়ার অন্নপূর্ণা আহার
করোনা মহামারিতে চারিদিকে আজ মৃত্যুর হাহাকার । রাজ্যে চলছে কার্যত লকডাউন । লকডাউনে বহু মানুষের কাজ নেই, খাওয়ার সামর্থ্য নেই । বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে এই মানুষগুলোর মুখে আহার তুলে দিতে বেলিয়াতোড়ের স্বস্তিক সংঘ চালু করল অন্নপূর্ণা আহার।
বাঁকুড়ার অন্নপূর্ণা আহার
খাবার নিয়ে অসহায়দের কাছে দু'বেলা যথাসময়ে পৌঁছে যাওয়াটাই সংঘের কর্তাদের মূল লক্ষ্য । একদল যুবকের এই মহৎ উদ্যোগে খুব খুশি এই দুঃস্থরা । দু‘বেলা খাবার পেয়ে দু‘হাত তুলে আর্শীবাদ করছেন তাঁরা ।