বাঁকুড়া, 6 এপ্রিল : "নির্বাচন আসে, আমরা ভোট দিই। আমাদের কথা আজ পর্যন্ত দিল্লির দরবারে কেউ তুলে ধরেনি।" এমনই আক্ষেপ করলেন বাঁকুড়ার ডোকরা শিল্পীরা। তাঁরা বলেন, "আমাদের তৈরি জিনিসের চাহিদা দেশের সর্বত্র। তাই দিল্লির সাথে আমাদের ব্যবসাটা যদি সরাসরি করা যেত তাহলে আমাদের ব্যবসার আরও প্রসার ঘটত।"
বাঁকুড়া শহরের উপকন্ঠে 60 নম্বর জাতীয় সড়কের পাশে বিকনাতে রয়েছে ডোকরা গ্রাম। 75 টি শিল্পী পরিবার নিয়ে তৈরি হয়েছে এই গ্রামটি। 1965 সাল থেকে এই ডোকরা গ্রামের পথ চলা শুরু হয়েছিল। প্রথম দিকে মাত্র 10 জন শিল্পী ডোকরার কাজ করতেন। এরপর যতদিন গেছে ডোকরার বাজার তৈরি হয়েছে। চাহিদা বেড়েছে। আরো অনেক পরিবার যুক্ত হয়েছে এই শিল্পের সঙ্গে।