বাঁকুড়া, 5 জুন : সম্প্রতি রাজ্য এবং জেলার করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তির ৷ তবে, গত বেশ কয়েকদিন ধরে জেলায় করোনা আক্রান্তের চিত্রটা ছিল একেবারে অন্যরকম ৷ কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশই বেড়ে চলায়, চাপ পড়েছিল জেলার দুই সরকারি কোভিড হাসপাতাল ওন্দা সুপার স্পেশালিটি এবং বড়জোড়া সুপার স্পেশালিটির উপর ৷ কার্যত দিশাহীন হয়ে পড়েছিল জেলা স্বাস্থ্য দফতর ।
স্বাস্থ্য দফতরের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়াই জেলা প্রশাসনের, তৈরি সেফ হোম - বাঁকুড়ায় সেফ হোম
সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধটা যে করা যায় সেই দৃষ্টান্ত স্থাপন করল বাঁকুড়া পৌরসভা । পৌরপ্রশাসক মণ্ডলী বাঁকুড়ার জেলাশাসকের কাছে আবেদন করে, স্টেডিয়ামের ফাঁকা ওই হল ঘরে সেফ হোম তৈরির অনুমোদন দেওয়ার জন্য । এরপর সেখানে পঁচিশ শয্যার একটি সেফ হোম তৈরি হয় ৷ কোভিড আক্রান্ত রোগীরা বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে চিকিৎসা করাচ্ছেন ৷
এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে মাঠে নামে বাঁকুড়া পৌরসভার প্রশাসক মণ্ডলী ৷ জেলার সরকারি কোভিড হাসপাতালগুলির উপর চাপ কমাতে জেলাশাসকের সঙ্গে বৈঠকে বসেন তাঁরা ৷ জেলাপ্রশাসকের সম্মতিতে কোভিড আক্রান্তদের জন্য তৈরি হয় সেফ হোম। বাঁকুড়ার রবীন্দ্রভবন স্টেডিয়ামের পড়ে থাকা দুটি ফাঁকা কক্ষ থেকে সেফ হোম তৈরির কাজ শুরু হয় ৷ পৌরপ্রশাসক মণ্ডলী বাঁকুড়ার জেলাশাসকের কাছে আবেদন করে, স্টেডিয়ামের ফাঁকা ওই হল ঘরে সেফ হোম তৈরির অনুমোদন দেওয়ার জন্য । জেলাশাসকের অনুমোদন পাওয়া মাত্র শুরু হয়ে যায় কাজ ৷ প্রথমে পৌরপ্রশাসক মণ্ডলীর একটি টিম বাঁকুড়া স্টেডিয়াম পরিদর্শনের জন্য যান ৷ এরপর সেখানে পঁচিশ শয্যার একটি সেফ হোম তৈরি হয় ৷ কোভিড আক্রান্ত রোগীরা বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে চিকিৎসা করাচ্ছেন ৷
এদিন বাঁকুড়া পৌরপ্রশাসক মণ্ডলীর সদস্য দিলীপ আগরওয়াল বলেন, "যদি কোভিডের তৃতীয় ওয়েভের আগমন ঘটে আমরা তার জন্যেও প্রস্তুত ৷ স্বাস্থ্য দফতরের সঙ্গে কাঁধে কাঁধ মেলানোর জন্য ৷" যতদিন জেলা এবং রাজ্যের এই পরিস্থিতি চলবে লড়াইটা দাঁতে দাঁত চেপে এবং কাঁধে কাঁধ মিলিয়েই হবে এমনটাই দাবি বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসনের ।