বাঁকুড়া, 16 জুলাই: হেমতাবাদের BJP বিধায়কের মৃত্য়ুতে রাজ্যপালের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ বাঁকুড়ায় তার পালটা জবাব দিলেন দিলীপ ঘোষ ।
হেমতাবাদের বিধায়কের মৃত্যু নিয়ে রাজ্যপালের মন্তব্যের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালকে প্রমাণ করতে হবে এই ঘটনা খুনের অথবা তাঁকে পদত্যাগ করতে হবে । মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের উত্তরে আজ দিলীপ ঘোষ বলেন, "এই ঘটনার দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে ৷"
বৃহস্পতিবার বাঁকুড়া শহরের পাঠক পাড়ায় একটি লজে জেলা নেতৃত্বের সঙ্গে বিশেষ আলোচনায় বসেন BJP-র রাজ্য সভাপতি । সেখানেই দিলীপ ঘোষ বলেন, "বাংলার মানুষ বিশ্বাস করে হেমতাবাদের বিধায়ককে খুন করা হয়েছে ৷ আমরা CBI তদন্ত করাব ।"
মুখ্যমন্ত্রীর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া দিলীপ ঘোষের ৷ BJP নেতার আরও মন্তব্য, "রাষ্ট্রপতির কাছে লোক পাঠিয়ে ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী ৷"
রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন ৷ এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, "এটা ওদের দলের বিষয় ৷ আমার সঙ্গে যোগাযোগ করেননি রাজীববাবু । তবে, এরকম ঘটনা আরও ঘটবে । যে ধরনের অন্যায় অত্যাচার হচ্ছে আর বিনা কারণে কিছু লোককে তার ভাগিদার হতে হচ্ছে, তাঁরা আজ বাধ্য হয়ে মুখ খুলছেন৷"