বাঁকুড়া, 20 অক্টোবর: দুর্গাপুজো শেষ হতেই ডায়েরিয়ার প্রকোপ বাড়ল বাঁকুড়া পৌরসভা এলাকার 4 নম্বর ওয়ার্ডে ৷ গত কয়েক দিন ধরে একের পর এক ডায়েরিয়ায় আক্রান্তের খবর আসছিল এই ওয়ার্ডের থেকে ৷ খবর পাওয়ার পর বাঁকুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের ময়রাবাঁধ হাঁড়িপাড়ায় মেডিক্যাল টিম পাঠায় পৌর কর্তৃপক্ষ ।
গতকাল সকাল থেকে স্থানীয় সুকান্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু করে পৌরসভা । প্রসঙ্গত, শারদ উৎসবের সময় থেকে ওই এলাকার একের পর এক ব্যক্তি ডায়েরিয়ায় আক্রান্ত হতে থাকেন । বমি, পাতলা পায়খানার উপসর্গ নিয়ে ইতিমধ্যে 7 জন রোগী বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এখনও পর্যন্ত ওই এলাকার মোট আক্রান্তের সংখ্যা 15 জন ।